Weather Update: শনিবার রাত থেকেই শুরু রিমলের তাণ্ডব! কলকাতায় কবে কাটবে দুর্যোগ? উত্তরের আবহাওয়া কেমন থাকবে?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Cyclone Remal Update: পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। অনুমান এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
advertisement
1/8

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার গভীর রাতে নিম্নচাপ ’-এ পরিণত হবে। তার আগেরই বজ্রবিদ্যুত্-সহ ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
advertisement
2/8
রবিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ৷
advertisement
3/8
দক্ষিণবঙ্গে রিমালের প্রভাবে মূলত পড়বে রবিবার। তবে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুত্-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জানাল আবহাওয়া দফতর।
advertisement
4/8
প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছ উপড়ে পড়তে পারে, হর্টিকালচার ক্রপ বিশেষভাবে ক্ষতি হবে। কাচা বাঁধের ক্ষতি হতে পারে। এক মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে। নোনা জল ঢুকে পড়তে পারে সমতলের অনেক এলাকায়।
advertisement
5/8
শনিবার থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত।
advertisement
6/8
কলকাতাতে শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল। বাতাসে জলীয়বাষ্প থাকায় ছিল অস্বস্তিকর গরম। তবে বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন হয়।
advertisement
7/8
শনিবার মাঝরাত থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। সোমবারে ও অতিভারী বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
8/8
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাতে।