Kolkata Weather Update : কলকাতায় আর কতদিন এই অস্বস্তিজনক আর্দ্রতা ও গরম, বৃষ্টিপাত হবে কখন ও কোথায়, জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kolkata Weather Update : গত জুন মাস থেকেই বৃষ্টির ঘাটতি চলছে। দুর্বল মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে কোন সিস্টেম না থাকায় লাগাতার বর্ষা বা ভারী বৃষ্টি সেভাবে হয়নি
advertisement
1/11

১ অগাস্ট মাসেও বৃষ্টির ঘাটতি পূরণ হবে না দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই ৪৭ শতাংশ ঘাটতি বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও চলতি মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আর আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে দক্ষিণবঙ্গে। ( Biswajit Saha)
advertisement
2/11
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
3/11
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে আলিপুরে ২.২ মিলিমিটার।
advertisement
4/11
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। শনিবার থেকে সামান্য বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলের দুই জেলা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে।
advertisement
5/11
ভারতের মৌসম ভবন জানাচ্ছে আগস্ট মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা তার থেকে কম বৃষ্টির সম্ভাবনা। গত জুন মাস থেকেই বৃষ্টির ঘাটতি চলছে। দুর্বল মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে কোন সিস্টেম না থাকায় লাগাতার বর্ষা বা ভারী বৃষ্টি সেভাবে হয়নি। দক্ষিণের পাটচাষিরা সঙ্কটে এবং বিপাকে পড়েছেন আমনধানের চাষিরা।
advertisement
6/11
অগাস্ট মাসেও সেই সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন আবহবিদরা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও এই ঘাটতি পূরণের সম্ভাবনা নেই। জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
advertisement
7/11
উত্তরবঙ্গেও অতিরিক্ত বৃষ্টি হবে না চলতি মাসে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী অগাস্ট মাস জুড়েই স্বাভাবিক বা তার কম বৃষ্টি হতে পারে। অর্থাৎ যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল বর্ষার শুরু থেকেই সেই বৃষ্টি কিছুটা কম হতে পারে উত্তরবঙ্গে।
advertisement
8/11
আগামী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। তারপর থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
9/11
মৌসুমী অক্ষরেখা আবার দক্ষিণের দিকে সরছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান অমৃতসর চন্ডীগড় মোরাদাবাদ লখনউ রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ ভারতে একটি শিয়ার জোন তৈরি হয়েছে।
advertisement
10/11
এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর দক্ষিণ অক্ষরেখা একটি রয়েছে ছত্রিশগড় থেকে কোমোরিন এলাকা পর্যন্ত যেটি তেলেঙ্গানা রায়েলসীমা এবং তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। এছাড়াও উত্তরপ্রদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
11/11
শুক্র ও শনিবার ওড়িশাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৪/৫ দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।