Cyclone Yash: যশের দাপটে তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা, জেলায় ফিরতে পারে আমফানের স্মৃতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/10

ঘূর্ণিঝড় যশের দাপটে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা৷ শুধু কলকাতা নয়, একই অবস্থা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিরও৷ এ দিন এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ প্রতীকী ছবি৷
advertisement
2/10
আগামী শনিবার, ২৩ মে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ তৈরি হবে নিম্নচাপ। পরবর্তী তিন দিনে এই নিম্নচাপ গভীর নিম্নচাপ ও অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।
advertisement
3/10
আগামী ২৬ মে বুধবার সন্ধ্যায় যশ নামে এই ঘূর্ণিঝড় বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দিঘার কাছাকাছি এই ঘূর্ণিঝড় আছডে় পড়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
4/10
এর জেরে আগামী ২৫ মে, মঙ্গলবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হবে। সেদিন রাত থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ বাড়বে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও৷
advertisement
5/10
২৬ শে মে বুধবার উপকূলবর্তী জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ২৭ মে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।
advertisement
6/10
২৩ মে শনিবার আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার থেকে শুরু হবে। এর পর ২৬ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং তারপরে ২৭ শে মে পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের দাপট চলবে ওড়িশা বাংলা ও বাংলাদেশ উপকূলে।
advertisement
7/10
মৎস্যজীবীদের সতর্ক করে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যে সব মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের আগামী শনিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে৷
advertisement
8/10
অন্যদিকে গত বছর ভয়াল ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের কথা মাথায় রেখে রাজ্য সরকারও পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণার মতো জেলাগুলিতে উদ্ধারকাজের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷
advertisement
9/10
এ দিনই এই ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ বৈঠক ডাকা হয়৷ সেই বৈঠক চলাকালীন নিজে আধিকারিকদের ফোন করে সমস্ত জেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
10/10
কলকাতাতেও প্রস্তুত থাকছে প্রশাসন৷ আগামী সপ্তাহে যশ ঘূর্ণিঝড়ের জেরে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথা মাথায় পুরসভার সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷