TRENDING:

Weather alert: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর

Last Updated:
উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। আপাতত, শুক্রবার ২১ এপ্রিল পর্যন্ত দাবদাহ চলবে।
advertisement
1/14
অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফত
অবশেষে খানিক স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর৷ চলতি সপ্তাহেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা! উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে দু' এক জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
advertisement
2/14
ঈদের দিন, শনিবার ২২ শে এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমের দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। তবে এখনই কালবৈশাখী বা ঝেঁপে বৃষ্টির আশা দেখাতে পারছেন না আবহাওয়াবিদরা।
advertisement
3/14
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতরর।
advertisement
4/14
উপকূলের জেলা সহ তিন চার জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। আপাতত, শুক্রবার ২১ এপ্রিল পর্যন্ত দাবদাহ চলবে।
advertisement
5/14
তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও তিন চার দিন। আপাতত চার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
advertisement
6/14
বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায়২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
advertisement
7/14
উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেই স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে পারদ। দার্জিলিংয়েও গরমের অনুভূতি।  
advertisement
8/14
উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলায় তাপপ্রবাহের স্পেল। উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি।
advertisement
9/14
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি। উত্তরের এই তিন জেলায় কোথাও কোথাও লু এর মতো পরিস্থিতি হতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পার্বত্য এলাকা ছাড়া বাকি জেলাগুলিতে।
advertisement
10/14
এরই মধ্যে স্বস্তির কথা শোনালো আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
advertisement
11/14
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু' এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং সহ পার্বত্য এলাকার সংলগ্ন জেলাগুলিতে। শনি, রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/14
কলকাতায় তাপপ্রবাহ চলছে। বেলা বাড়লেই লু বইছে। আগামী শুক্রবার পর্যন্ত এইরকম পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুকনো গরম এবং অস্বস্তিকর গরম আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
advertisement
13/14
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
14/14
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩১ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather alert: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল