Weather alert inWest Bengal: শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে দুর্যোগ, জেলায় জেলায় তছনছ করতে পারে কালবৈশাখী! কী জানাল হাওয়া অফিস?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
advertisement
1/7

শনিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছেো। ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি। এ দিন এমনই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/7
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
3/7
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলেন, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার, ২২ মার্চ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে।
advertisement
5/7
আজ থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। তবে বৃষ্টি ক্রমশ বাড়বে আগামিকাল থেকে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
6/7
আবহবিদদরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের উপরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা রয়েছে। যার প্রভাবেও রাজ্যে বৃষ্টি হবে৷
advertisement
7/7
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।