Heatwave alert in Bengal: বর্ষায় বিলম্ব, একটানা তাপপ্রবাহের কবলে বাংলা! কতদিন অস্বস্তি, জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
এই সময় রাজ্য জুড়েই ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম অনুভূত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর৷
advertisement
1/10

বর্ষার অনুকূল পরিস্থিতি নেই৷ তাই রাজ্যে বর্ষা ঢুকতে দেরি হবে৷ একই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তীব্র দাবদাহ চলবে৷ ছবি- পিটিআই
advertisement
2/10
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য জুড়ে মূলত পশ্চিমী শুষ্ক বাতাসের দাপট বেড়েছে৷ ফলে ৫ থেকে ১০ জুনের মধ্যে রাজ্য জুড়েই গরম এবং শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে৷
advertisement
3/10
এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে৷ এ দিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অথবা তাঁর বেশি ছিল৷
advertisement
4/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল ৬ জুন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকছে৷
advertisement
5/10
৭ থেকে ১০ জুনের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে৷
advertisement
6/10
এই সময় রাজ্য জুড়েই ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম অনুভূত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর৷
advertisement
7/10
রাজ্যজুড়ে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ। তৃষ্ণা না পেলেও জল পানের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। একটানা অনেকক্ষণ রোদের মধ্যে কাজ না করার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
8/10
তীব্র এই গরমে শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকায় সতর্কও করেছে আবহাওয়া দফতর৷ বিশেষত শিশু, বয়স্ক, অসুস্থদের একটানা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
9/10
তা ছাড়াও ওআরএস, বাড়িতে তৈরি লস্যি, লেবু জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
10/10
হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের উপসর্গ যেমন দুর্বলতা, মাথাব্যথা, গা বমি ভাব, অতিরিক্ত ঘাম হলে অথবা সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে৷