Heat wave alert in West Bengal: কবে কোন কোন জেলায় তাপপ্রবাহ, বৃষ্টির আশা কতটা? বিরাট আপডেট দিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। বৃষ্টি বাড়বে শনিবার। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও থাকছে৷
advertisement
1/10

এপ্রিলের শুরু থেকেই রাজ্যজুড়ে প্রবল দাবদাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস৷ এমন কি, আগামিকাল থেকেই পশ্চিমের একাধিক জেলা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/10
তবে আশঙ্কার সঙ্গেই কিছুটা স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস৷ চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে৷
advertisement
3/10
একদিকে পশ্চিমের শুষ্ক আবহাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত না থাকায় জলীয় বাষ্প কম আসছে। এর ফলে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। এর ফলে গরম হওয়া বা লু-বইবার মতো পরিস্থিতি তৈরি হবে।
advertisement
4/10
আগামিকাল, বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
5/10
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্তত ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/10
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/10
শনিবারও সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে৷ বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ৬ জেলায়। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/10
উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। বৃষ্টি বাড়বে শনিবার। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও থাকছে৷
advertisement
9/10
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে উত্তরের জেলাগুলিতে৷
advertisement
10/10
ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়।