TRENDING:

West Bengal Weather Update: সিউড়িতে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ! তবু নভেম্বরে জাঁকিয়ে শীত নয়, জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ যা ২৪ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে।
advertisement
1/7
সিউড়িতে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ! তবু নভেম্বরে জাঁকিয়ে শীত নয়, জানাল হাওয়া অফিস
শীতের জন্য অপেক্ষা আরও বাড়ল৷ নভেম্বর মাসে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই জানিয়ে দিল আবহাওয়া দফতর৷
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না৷ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বমিম্ন তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে।
advertisement
3/7
এ দিন বীরভূমের সিউড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল৷ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এ দিন সিউড়িতেই সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷ এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
4/7
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ যা ২৪ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনও প্রভাব দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে না।
advertisement
5/7
তবে আজ এবং আগামিকাল দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই৷
advertisement
6/7
জাঁকিয়ে শীত না পড়লেও বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা কমই থাকবে৷
advertisement
7/7
আবহাওয়া দফতর আরও আশ্বস্ত করেছে, নভেম্বরে জাঁকিয়ে শীত না পড়লেও শীত পড়ার পথে কোনো বাধা নেই৷ গত কয়েক বছর নভেম্বর মাসের গড় তাপমাত্রা এরকমই ছিল বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সিউড়িতে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ! তবু নভেম্বরে জাঁকিয়ে শীত নয়, জানিয়ে দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল