advertisement
1/5

• পুজোর ঠিক মুখেই ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘তিতলি’ ৷ বাংলায় তেমন কামড় বসাতে না পারলেও প্রজাপতির ডানার ঝটপটানি শুনতে পেয়েছে এ রাজ্যও ৷ মাঝারি থেকে ভারি বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ ৷ কিন্তু পুজোর ঠিক আগেই আকাশের এমন চোখ রাঙানিতে মুখ ভার হয়েছে বাঙালির ৷
advertisement
2/5
• তবে আশার কথা, আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ৷ কিন্তু এই সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই গিয়েছে ৷ অন্যদিকে, আবার এই উইকএন্ডেই ঠাকুর দেখার প্ল্যান রয়েছে জমজমাট ৷ কারণ শনিবার পড়েছে চতুর্থী এবং পঞ্চমী পড়েছে রবিবার ৷ তাই ভিড় এড়াতে ছুটির দিনে ঠাকুর দেখার প্ল্যানটা ছকে রেখেছেন অনেকেই ৷
advertisement
3/5
• তাহলে জেনে নেওয়া যাক, ওই দু’দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তিতলি ৷ তারই জেরে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত ৷
advertisement
4/5
• আজ মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দুই দিনাজপুরেও ৷
advertisement
5/5
• ষষ্ঠী-দশমী পর্যন্ত আবহাওয়া ভাল থাকবে ৷ পুজোর পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই ৷ স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷