Weather Forecast: তেড়ে ঝড়, ঝেঁপে বৃষ্টি, জেলায় জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত... উইকেন্ডে বিঘ্ন কতদিন চলবে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Weather Forecast: রবিবার ফের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
advertisement
1/7

শনিবার থেকেই বদলেছিল আবহাওয়া। মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া। আর রবিবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/7
রবিবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপরেই ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পার হবে।
advertisement
3/7
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তালিকায় আছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা।
advertisement
4/7
রবিবার দার্জিলিং, কালিম্পং-এর সঙ্গে আলিপুরদুয়ারেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
advertisement
5/7
আইএমডির সাম্প্রতিক ওয়েদার আপডেটে জানানো হয়েছে ফের একবার দেশের ওপর একাধিক অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে৷ যার মধ্যে তিনটি ঘূর্ণাবর্ত এবং ২ টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে৷
advertisement
6/7
সিকিম ও অরুণাচলে রবিবার তুষারপাতের আশঙ্কা। হালকা বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। রবিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া।
advertisement
7/7
তবে এ বছর যে সাংঘাতিক গরম পড়বে সে পূর্বাভাস কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।