TRENDING:

ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

Last Updated:
আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি।
advertisement
1/7
ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিকেল বা সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
2/7
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-- এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/7
আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস।
advertisement
4/7
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের এক ডিগ্রি উপরে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এখনো বৃষ্টি হয়নি।
advertisement
5/7
সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ক্রমশ এগিয়ে তা দক্ষিণ আরব সাগর ও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও বিস্তার লাভ করবে আগামী ২৪ ঘণ্টায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ যেটি ক্রমশ উত্তরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে গভীর নিম্নচাপ হয়ে। আবহাওয়াবিদদের অনুমান কেরলে বর্ষা ঢুকবে সঠিক সময়ে।
advertisement
6/7
আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি।
advertisement
7/7
আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে দক্ষিণের রাজ্যগুলিতে ও কেরালা কর্নাটকে আগামী ৪৮ ঘণ্টায় এবং লাক্ষাদ্বীপ ভারী বৃষ্টি চলবে পয়লা জুন পর্যন্ত।আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জেরে চলবে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু রাজ্যে। ২ জুন পর্যন্ত আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই দেশে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল