TRENDING:

Weekend Weather Update: আগামিকাল লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে

Last Updated:
Weekend Weather Update: আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে
advertisement
1/10
লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন আগামিকাল? জানুন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে
আগামী সপ্তাহের গোড়ায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর উপত্যকায়। ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া।
advertisement
2/10
কলকাতাতেও উষ্ণ নেতাজির জন্মবার্ষিকী। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উষ্ণ থাকবে-এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
3/10
বাংলায় আপাতত কমছে শীত। তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই। উল্টে পারদ হবে উর্ধমুখী। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ায় কতটা প্রভাব থাকে সেদিকেই নজর আবহাওয়াবিদদের।
advertisement
4/10
আগামী ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া। তারপর থেকেই হু হু করে বাড়বে তাপমাত্রা। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
advertisement
5/10
আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
advertisement
6/10
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ঠিক যেভাবে পঁচিশে ডিসেম্বর ও মকর সংক্রান্তি উষ্ণতায় কেটেছে একইভাবে আগামী ২৩ শে জানুয়ারি নেতাজীর জন্ম উৎসব এবং 26 শে জানুয়ারি প্রজাতন্ত্রের আওয়াজ উষ্ণতায় কাটবে কলকাতা।
advertisement
7/10
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামী শনিবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। তবে সকালে সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকবে দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। সোমবার থেকে সেই শীতের আমেজেও ঘাটতি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
8/10
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
9/10
২০ জানুয়ারি শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ডুকছে সক্রিয়ভাবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। পশ্চিম উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। ২২শে জানুয়ারি থেকে সমতলে প্রভাব পড়বে ২৫ শে জানুয়ারি পর্যন্ত এই প্রভাব থাকবে সমতলে।
advertisement
10/10
রাজধানী দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশেও ব্যাপক দুর্যোগের আশঙ্কা। কোথাও শিলাবৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সোমবার থেকে বুধবারের মধ্যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলে। ব্যাপক তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর ভ্যালি হিমাচল প্রদেশ লাদাক এবং উত্তরাখন্ডে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weekend Weather Update: আগামিকাল লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল