Weather Alert: ২৭ রাজ্যে বৃষ্টি, বাংলার ভাগ্যেও তোলপাড়ের ইঙ্গিত, গরমের জ্বালার মধ্যে মেগা ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Alert: কালবৈশাখী ঝড়ে বিকেলে স্বস্তির সম্ভাবনা৷
advertisement
1/14

নয়াদিল্লি: মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় বর্ষা ঢুকে যাচ্ছে৷ Photo Courtesy- IMD/Sattellite Image
advertisement
2/14
আইএমডি ২৩ মে অসম, মেঘালয়ের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ওয়েদার আপডেটে জানিয়েছে৷ এছাড়াও জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, হিমালয়ের পাদদেশে সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে৷
advertisement
3/14
আইএমডি-র ওয়েদার অ্যালার্ট অনুযায়ী উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, ওড়িশার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি প্রবল জোরে হাওয়া বইবে৷ হাওয়ার গতি হবে ৩০ কিমি থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা অবধি হতে পারে৷
advertisement
4/14
আজ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, রায়লসীমা, কর্নাটক, কেরল, এবং মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
advertisement
5/14
এদিকে কলকাতায় অংশত মেঘলা আকাশ থাকবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ৷ তাই অস্বস্তির পরিস্থিতি মারাত্মক হতে পারে৷
advertisement
6/14
কলকাতায় আজকের ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ এদিকে বিকেলের দিকে এই প্রবল গরম থেকে মুক্তি দিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। কলকাতায় মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/14
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আগামী ৪/৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং তারপর মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/14
আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামী দুদিন ও সম্ভাবনা কমলেও এই জেলাগুলিতেই তো এক পশলা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/14
আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রবি ও সোমবার তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমতে পারে।
advertisement
10/14
মঙ্গল ও বুধবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি। হালকা থেকে মাঝারি সব জেলাতে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাত, শিলা বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
advertisement
11/14
বিহার থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত থাকবে সোমবারের পর থেকে। আরো বেশি সক্রিয় হবে সোমবারের পর। এর টানে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে সাগর থেকে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ ও সিকিমের দিকে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমের বাতাসে ভর করে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।
advertisement
12/14
রাজস্থানে ধুলিঝড় হবে আগামী সোম ও মঙ্গলবার। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তিশগড় এবং ঝাড়খন্ড এলাকায়। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরলে৷
advertisement
13/14
আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয় রাজ্যে। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে ও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
14/14
উত্তরপ্রদেশ রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।