Weather Alert: তৈরি জোড়া ঘূর্ণাবর্ত, বৃষ্টির দাপুটে ইনিংসে ছাড়খাড় একাধিক জেলা, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভবনা। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ এলাকায়।
advertisement
1/12

#কলকাতা: প্রবল বর্ষণ উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভবনা। Photo- File
advertisement
2/12
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজকের ওয়েদার আপডেট অনুযায়ি বৃষ্টির সম্ভবনা কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভবনা। তাপমাত্রা স্বাভাবিকের বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
advertisement
3/12
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে খুব সামান্য।
advertisement
4/12
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আগামীকাল অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মূলত পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের বেশি এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
5/12
এদিকে এখনও দক্ষিণবঙ্গ বৃষ্টির আশায় দিন গুণলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
6/12
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। অতিভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
7/12
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর জেলায়।
advertisement
8/12
রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন অংশে। সোমবারও ভারী বৃষ্টির সম্ভবনা কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ারে।
advertisement
9/12
উত্তরবঙ্গে ফ্ল্যাশ ফ্লাড বা ফ্ল্যাশ রেইন হতে পারে বেশ কিছু জেলাতে এমন সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। শহর এলাকার অনেক ওয়ার্ড জলমগ্ন হতে পারে। শস্যের ক্ষতি হতে পারে।
advertisement
10/12
উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, বরেলি ,পাটনা, বালুরঘাট এর ওপর দিয়ে বাংলাদেশ ও অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ এলাকায়। অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত। আরও একটি অক্ষরেখা রয়েছে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানের উপর।
advertisement
11/12
আগামী ৪/৫ দিন ভারী থেকে অতি ভারী, প্রবল বৃষ্টির আশঙ্কা অসম, মেঘালয়, সিকিম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাতে। শনিবার পর্যন্ত বিহারে প্রবল বৃষ্টির সম্ভবনা। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডের কিছু এলাকায়।
advertisement
12/12
দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল, মাহে, তামিলনাডু সহ সংলগ্ন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ উপকূলের রাজ্যগুলিতে। উত্তর-পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর প্রদেশের কিছু অংশে।। Input- BISWAJIT SAHA