TRENDING:

West Bengal Weather Alert: বৃষ্টি তো নয় যেন সাক্ষাৎ দানব, তাণ্ডবের দাপট উত্তরে, দক্ষিণেও আজ থেকে ফের শুরু তোলপাড়, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Weather Alert: অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে নিজস্ব জায়গার থেকে উত্তর দিক দিয়ে বিস্তৃত রয়েছে৷ আগামী ৭ দিনে এই পরিস্থিতির বিশেষ হেরফের হবে না৷
advertisement
1/12
বৃষ্টি তো নয় যেন সাক্ষাৎ দানব, তাণ্ডবের দাপট উত্তরে, দক্ষিণেও আজ থেকে তোলপাড়
সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ও তার পার্শ্ববর্তী এলাকায়৷ এটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
2/12
অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে নিজস্ব জায়গার থেকে উত্তর দিক দিয়ে বিস্তৃত রয়েছে৷ আগামী ৭ দিনে এই পরিস্থিতির বিশেষ হেরফের হবে না৷
advertisement
3/12
পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে, ৬০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং ৩০ ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর৷ এই তিনটি প্রাকৃতিক পরিস্থিতির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
4/12
এই  পরিস্থিতিগুলির জেরে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাতের অ্যালার্ট জারি রয়েছে৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি আগামী ২-৩ দিন পর্যন্ত জারি থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে৷
advertisement
5/12
বুধবার ২৩ অগাস্ট অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি  মালদহ,  উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
6/12
এদিকে কলকাতায় গত দু-দিনের থেকে এদিন বুধবার থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে৷ এদিন কলকাতায় দিনের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷
advertisement
7/12
কখনও, কখনও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে দিনের বিভিন্ন সময়ে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ৷
advertisement
8/12
আপেক্ষিক আর্দ্রতার জেরে ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত৷
advertisement
9/12
কলকাতা ও দক্ষিণবঙ্গে বুধবার থেকে যে বৃষ্টিপাত শুরু হবে তা অন্তত শুক্র-শনিবার পর্যন্ত জারি থাকবে৷ এই পর্যায়ে নানা জায়গায় ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ হতে পারে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে৷
advertisement
10/12
বৃহস্পতিবার ২৪ অগাস্ট অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
11/12
শুক্রবার ২৫ অগাস্ট অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহা, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট  মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
12/12
অতিবৃষ্টি বা প্রবল বৃষ্টির সতর্কতা এছাড়াও জারি রয়েছে সিকিম, উত্তরাখন্ড, পশ্চিম উত্তর প্রদেশ, বিহার, অসম, মেঘালয়। ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, পূর্ব উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি, ও করাইকাল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Alert: বৃষ্টি তো নয় যেন সাক্ষাৎ দানব, তাণ্ডবের দাপট উত্তরে, দক্ষিণেও আজ থেকে ফের শুরু তোলপাড়, রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল