Heatwave Alert: হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, হু হু করে বইবে লু, চামড়া পুড়বে বঙ্গে,রইল ওয়েদার আপডেট
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: দেশ জুড়ে বাড়বে গরম। চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়! শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/11

কলকাতা: দেশ জুড়ে বাড়বে গরম। চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়! শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/11
দক্ষিণবঙ্গে গরম ও শুকনো আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া দেবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় সাত জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি।
advertisement
3/11
শনি-রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা।
advertisement
4/11
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের নতুন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
advertisement
5/11
কলকাতায় পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। শুক্র শনিবারে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
advertisement
6/11
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮৭ শতাংশ।
advertisement
7/11
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতায় তাপমাত্রা আজই ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়ে যেতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৪৯ শতাংশ৷ ফিল লাইক তাপমাত্রা হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
8/11
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে৷ আগামী ১৫ এপ্রিল শনিবার। পুবালি অক্ষরেখা রয়েছে কেরল থেকে মহারাষ্ট্র পর্যন্ত। এটি কর্ণাটক ও মারাঠাওয়াড়ার মধ্যে দিয়ে গেছে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব অসম ও দক্ষিণ রাজস্থান ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়।
advertisement
9/11
আগামী ২৪ ঘণ্টায় কর্ণাটক, তামিলনাডুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এবং হরিয়ানাতে ঝোড়ো হাওয়া (স্ট্রং সারফেস উইন্ড) বইতে পারে ৩৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায়।
advertisement
10/11
আগামী পাঁচ দিন থেকে কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ভারতের গুজরাত, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। দেশের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
11/11
সারা দেশ জুড়েই তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিন। সারাদেশে আগামী ৫দিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। Input- Biswajit Saha