Weather Alert: হু হু করে উত্তুরে হাওয়া, কলকাতাকে কাঁপাতে শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েক দিন, ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: উত্তরবঙ্গে শীতল দিন আর দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহ। কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও রাজ্যজুড়ে শীতের আমেজ চলবে। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতল দিনের পরিস্থিতি।
advertisement
1/11

#কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হল৷ উত্তরবঙ্গে শীতল দিন আর দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহ। কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও রাজ্য জুড়ে শীতের আমেজ চলবে। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতল দিনের পরিস্থিতি। Photo- Collected
advertisement
2/11
তাপমাত্রা ১০ -র কোঠার থেকে সামান্য বাড়লেও শীতের স্পেল চলবেই। ওয়েদার আপডেটে জানানো হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পড়ে পরিষ্কার আকাশ।
advertisement
3/11
অবাধে উত্তর পশ্চিমের হাওয়া বইছে। পারদ ওঠা-নামা করলেও জমিয়ে শীতের স্পেল থাকবে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির কাছেই থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ক্ষেত্রে আরও দুই -তিন ডিগ্রি কম থাকার সম্ভাবনা।
advertisement
4/11
কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম।
advertisement
5/11
শনিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
6/11
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় শীতল দিনের পরিস্থিতি। কোচবিহার ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং, কালিম্পং মাঝারি থেকে ঘন কুয়াশা। দিনভর কুয়াশা সকালের দিকে ঘন কুয়াশা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
7/11
তাপমাত্রা সামাণ্য বাড়লেও স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে পারদ। আপাতত রাজ্য জুড়েই জমিয়ে শীতের সম্ভাবনা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুরে শীতল দিন ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট।
advertisement
8/11
মাঝারি থেকে ঘন কুয়াশা বাকি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও হালকা-মাঝারি কুয়াশা বেলা বাড়লে পরিষ্কার আকাশ। শৈত্য প্রবাহের পরিস্থিতি পশ্চিমী জেলা পুরুলিয়ায়।
advertisement
9/11
পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর-পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এর প্রভাবে চরম শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি থাকবে দেশের বেশিরভাগ অংশে। বৃষ্টি এবং প্রবল তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয়ের সংলগ্ন এলাকায়।
advertisement
10/11
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজস্থান, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় সহ উত্তরপ্রদেশের একাংশে চরম শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি। শৈত্য প্রবাহ মধ্যপ্রদেশ এবং বিহারের, ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশার কিছু অংশে। একইসঙ্গে শীতল দিনের পরিস্থিতি থাকবে।
advertisement
11/11
ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ, বিহার সহ সিকিমে। গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু অংশে।