Old Pension Scheme: মাসে মাসে ১ হাজার টাকা পাবেন রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিক, কী ভাবে আবেদন? নিয়মই বা কী, জেনে নিন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বার্ধক্য ভাতা কী? যেসব ব্যক্তির বয়স ৬০ বছর বা তার বেশি এবং যিনি বর্তমানে কোনওরকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতায় নেই, সরকারের তরফ থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। এই বয়স্ক ব্যক্তিদের প্রত্যেককে মাসে ভাতা করে দেওয়া হবে এই প্রকল্পে।
advertisement
1/8

স্কুল ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ৷ স্বামীহীনা কিংবা তফশালি জাতি-উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি, এমনকি, মেয়ের বিয়ের জন্যেও ভাতা বা সরকারি সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ শুক্রবার থেকে শুরু হল সমাজের সকল স্তরের ব্যক্তিদের বার্ধক্য ভাতা দেওয়ার কাজ৷
advertisement
2/8
এতদিন পর্যন্ত উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য ‘জয় জহর’ এবং ‘তফশিলি বন্ধু’ প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সি প্রবীণদের ১০০ শতাংশ ভাতা দিত রাজ্য সরকার৷ সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না৷ কিন্তু, এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে সমস্ত প্রবীণ মানুষদের জন্যই চালু হল এই বার্ধক্য ভাতা৷
advertisement
3/8
বার্ধক্য ভাতা কী? যেসব ব্যক্তির বয়স ৬০ বছর বা তার বেশি এবং যিনি বর্তমানে কোনওরকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতায় নেই, সরকারের তরফ থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। এই বয়স্ক ব্যক্তিদের প্রত্যেককে মাসে ভাতা করে দেওয়া হবে এই প্রকল্পে।
advertisement
4/8
আবেদন মঞ্জুর হলে আবেদনকারী ব্যক্তি প্রত্যেক মাসে ১ হাজার টাকা করে পাবেন৷ সংশ্লিষ্ট আবেদন পত্রের সঙ্গে নেওয়া হবে আপনার ব্যাঙ্ক ডিটেলসও৷ প্রত্যেক মাসের নির্দিষ্ট তারিখে আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে ঢুকে যাবে৷
advertisement
5/8
যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদেরও চিন্তা করার কারণ নেই৷ নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেললেই হবে সমস্যার সমাধান৷ কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের ক্ষেত্রে?
advertisement
6/8
নবান্ন সূত্রে জানানো হয়েছে, বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ৬০ বছরের উপরে হতে হবে৷ পুরুষ বা মহিলা উভয়েই এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। ৫৫ বছর হলেই শারীরিক প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। কিন্তু, আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন, সেটা জেনে নিন আগে..
advertisement
7/8
যে সমস্ত ব্যক্তিদের বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা রয়েছে, তাঁদের আবেদন করার সময়ে কিছু নথি দিতে হবে কর্তৃপক্ষকে। আবেদন পত্রের সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর নথি। প্যান কার্ড না থাকলেও আবেদন করা যাবে। তবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কোথায় পাবেন আবেদন পত্র?
advertisement
8/8
১ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প৷ অন্য ৩৪টি প্রকল্পের মতো বার্ধক্য ভাতা সংক্রান্ত আবেদন পত্র পাওয়া যাবে এই ক্যাম্প থেকে৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। মূলত, ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আবেদন নেওয়া হবে ক্যাম্পের মাধ্যমে। ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা। এছাড়া, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতরের ওয়েবসাইট থেকে। এলাকার বিডিও অফিসে গিয়েও এই আবেদন পত্র জমা দেওয়া যায়।