TRENDING:

Bhabanipur| Mamata Banerjee| Bypoll 2021| তৃণমূল বলছে ভবানীপুরে খেলা হবে, কী বলছে এক দশকের ইতিহাস? আদৌ জমি আছে বিজেপির?

Last Updated:
Bhabanipur| Mamata Banerjee| Bypoll 2021|কতটা সহজ এই লড়াই,, ইতিহাস কী বলছে?
advertisement
1/6
তৃণমূল বলছে ভবানীপুরে খেলা হবে, কী বলছে এক দশকের ইতিহাস? আদৌ জমি আছে বিজেপির?
রাজ্যে সাংবিধানিক সংকট রুখতেই ভবানীপুরে উপনির্বাচন বলে দিয়েছে কমিশন। ভবানীপুর মানে মুখ্যমন্ত্রীর নিজের ঘর, নির্বাচনের আগে মমতা যাঁকে বলেছিলেন বড় বোন। এবার সেই ঘর দখলেরই লড়াই। তৃণমূল বলছে পুরনো ঘাঁটিতে লড়াইয়ের প্রশ্নই নেই। জয় আসবে বিনা বাধায়। কতটা সহজ এই লড়াই, ইতিহাস কী বলছে?
advertisement
2/6
২০২১ বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়  ভোট পেয়েছেন-৭৩,৫০৫। শতাংশের হিসেবে ধরলে প্রায় শতাংশ-৫৮%।
advertisement
3/6
বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ভোট পেয়েছেন- ৪৪,৭৮৬। অঙ্কের নিরিখে ৩৫%। রুদ্র-শোভন ভোটের ব্যাবধান ছিল প্রায় ২৮,৭১৯। কিন্তু জিতেও এই আসন শোভনদেব স্বেচ্ছায় ছেড়েছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে জিতে বিধানসভার সদস্যা নির্বাচিত হতে পারেন।
advertisement
4/6
২০১৬ সালে এই বিধানসভা নির্বাচনে কেন্দ্রে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৬৫ হাজার ৫২০ ভোট। বিজেপির তরফে সে বার প্রতিদ্বন্দিতায় নামানো হয় চন্দ্রকুমার বসুকে। তিনি পান ২৬ হাজার ২৯৯ ভোট। বরং তুলনায় ভালো ফল করেছিলেন দীপা দাশমুন্সি। ৪০ হাজার ২১৯টি ভোট পেয়েছিলেন তিনি।
advertisement
5/6
২০১১-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন। সেবার ভবানীপুরে তৃণমূলের তরফে প্রার্থী হন সুব্রত বক্সী। সিপিএম প্রার্থীর নারায়ণ প্রসাদ জইনের তুলনায় প্রায় ৫০ হাজার ভোট বেশি পেয়ে ছিলেন সুব্রত।
advertisement
6/6
কিন্তু সেবারেও সাংবিধানিক সংকটের কথা মাথায় রেখেই উপনির্বাচন হয়েছিল এই আসনে। মমতা ৭৩ হাজার ৬৩৫ ভোট পান উপনির্বাচনে। প্রধান প্রতিপক্ষ সিপিআইএম-এর নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গে ভোট ব্যবধান ছিল ৫০ হাজারের বেশি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bhabanipur| Mamata Banerjee| Bypoll 2021| তৃণমূল বলছে ভবানীপুরে খেলা হবে, কী বলছে এক দশকের ইতিহাস? আদৌ জমি আছে বিজেপির?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল