TRENDING:

WB By-Election 2021: ভবানীপুরে উপনির্বাচন, শামসেরগঞ্জ জঙ্গিপুরে নির্বাচন, সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু, জানাল কমিশন

Last Updated:
Bhabanipur Bypoll: ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হল ভোটগ্রহণ। ভবানীপুরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি বাহিনী। আগে ১৫ থাকলেও এখন তা বেড়ে ৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন ভবানীপুরে।
advertisement
1/4
ভবানীপুরে চলছে ভোট, সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু, জানাল নির্বাচন কমিশন
গোটা রাজ্যের নজর এখন ভবানীপুরের দিকে। কারণ আজ, বৃহস্পতিবার হাইভোল্টেজ উপ নির্বাচন ৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। রাজ্যের আরও দু’টি কেন্দ্র— সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও একই সঙ্গে হচ্ছে বকেয়া বিধানসভা ভোট। তবে সবার নজরই আজকে ভবানীপুরের দিকেই ৷ Photo: Kamalika Sengupta
advertisement
2/4
আজ ভবানীপুর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন। ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারির ব্যবস্থা। সব বুথে মাইক্রো অবজার্ভার। সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু। জানিয়ে দিল কমিশন। জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুরের ভোট নিয়ে ঘনঘন নজরদারি রাখছে।
advertisement
3/4
ভবানীপুর-সহ তিন কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হল ভোটগ্রহণ। ভবানীপুরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি বাহিনী। আগে ১৫ থাকলেও এখন তা বেড়ে ৩৫ কোম্পানি মোতায়েন ভবানীপুরে। নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রেও ভোট হচ্ছে।
advertisement
4/4
রাজ্যে মোট পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের কথা থাকলেও কেন আগে শুধু ভবানীপুরেই ভোট ঘোষণা হল, তার জন্য এর আগে সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। গণনা এবং ফল প্রকাশ হবে ৩ অক্টোবর, রবিবার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
WB By-Election 2021: ভবানীপুরে উপনির্বাচন, শামসেরগঞ্জ জঙ্গিপুরে নির্বাচন, সব বুথেই নির্বিঘ্নে ভোট শুরু, জানাল কমিশন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল