Waterlogged Kolkata: জল থই থই কলকাতা! দক্ষিণ শাখার বেশিরভাগ ট্রেন চলাচলে বিঘ্ন! রাস্তায় নাকাল মানুষ, রইল জলমগ্ন শহরের ছবি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Waterlogged Kolkata: টানা বৃষ্টির কারণে জল থই থই অবস্থা দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। গতকালকের থেকে চলে মুষলধারে বৃষ্টি। সেটার কারণে শহরের উত্তর থেকে দক্ষিণের নিচু জায়গাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে।
advertisement
1/6

টানা বৃষ্টির কারণে জল থই থই অবস্থা দক্ষিণ কলকাতার একাধিক এলাকায়। গতকালকের থেকে চলে মুষলধারে বৃষ্টি। সেটার কারণে শহরের উত্তর থেকে দক্ষিণের নিচু জায়গাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে।
advertisement
2/6
ফলে দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীরা। দক্ষিণ কলকাতার যাদবপুর-সহ একাধিক এলাকায় জল জমে বিপত্তি।
advertisement
3/6
আজ 08.07.25, মঙ্গলবার, বেলা 11.55 মিনিটে গঙ্গার জলস্তর হবে 5.03 মিটার (16.5 ফুট) গঙ্গার ধারের লকগেটগুলি সকাল 10 টা থেকে বেলা 1.30 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময় বৃষ্টি বেশি হলে জল জমার সম্ভাবনা থাকবে।
advertisement
4/6
টিটাগড় ১ সিগন্যাল ফেলিওর, বারাসাত, গুমা একই সমস্যা, চক্ররেল ও শিয়ালদহ সাউথ সমস্যা।এখনও অবধি ট্রেন বাতিল নেই। নূন্যতম ৩৫ মিনিট লেটে সব লোকাল শিয়ালদহ ডিভিশনে
advertisement
5/6
উত্তর কলকাতার ঠনঠনিয়া থেকে মুক্তারামবাবু স্ট্রিট আর্মহাস্ট্রিট জলমগ্ন। সুকিয়া স্ট্রিট এও রাস্তায় জল জমেছে। পাইকপাড়ার বিভিন্ন জায়গাতে রাস্তায় জল। সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমেছে।
advertisement
6/6
হাওড়া ডিভিশনে এখনও পর্যন্ত বড় কোনও সমস্যা না হলেও ধীর গতিতে চলছে ট্রেন। টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। পুরোশোভা এলাকায় প্রায় প্রতিটি ওয়ার্ডে জমেছে জল।