TRENDING:

Lalbazar News: ঠাণ্ডা, সুরক্ষিত পানীয় জল এবার এক ক্লিকেই! জলের এটিএম এবার লালবাজারে

Last Updated:
Lalbazar News: ঠাণ্ডা, সুরক্ষিত পানীয় জল (Drinking Water) এবার এক ক্লিকেই! জলের এটিএম (ATM) এবার লালবাজারে৷
advertisement
1/4
ঠাণ্ডা, সুরক্ষিত পানীয় জল এবার এক ক্লিকেই! জলের এটিএম এবার লালবাজারে
একটি ওয়াটার কিয়স্ক বা জলের এটিএম-এর (Water ATM) উদ্বোধন হল লালবাজারে (LalBazar) মঙ্গলবার । উদ্বোধন করলেন মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র । এই ওয়াটার কিয়স্কের ডিজাইনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি যা জল বিশুদ্ধিকরণ ও পানীয় জলের গুণগত মান উৎকৃষ্ট রাখতে সক্ষম। জলের এটিএম-এ একটি অন্তর্নির্মিত কুলিং সিস্টেমও রয়েছে যা গ্রীষ্মেরকালে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে।
advertisement
2/4
পুলিশকর্মীদের (Police) সুস্থতার কথা মাথায় রেখে এটি কলকাতা পুলিশের একটি বিশেষ উদ্যোগ। লালবাজার (LalBazar) চত্বরে জলের সমস্যা পড়তো অনেক পুলিশ কর্মী। বিভিন্ন দফতর থেকে জলের বোতল সংগ্রহ করে পুলিশ কর্মীদের পান করতে হত জল। লালবাজারের বাহির গেটের বাইরে বিকালের দিকে নজর দিলেই দেখা যেত পুলিশের জমায়েত। একসঙ্গে প্রচুর পুলিশ কর্মী হাতে বোতল নিয়ে বাহির গেটের বাইরে কল ব্যাস্ত জল ভর্তি করতে। প্রচণ্ড গরমের দিনে অনেক সময় জল শেষ হলে গেটের দায়িত্বে থাকা কর্মীদের ছুটে যেতে হত বিভিন্ন দফতরের অফিসে। লালবাজারের দুটি গেটের দায়িত্বে থাকা কর্মীরা অনেক সময় সেই সময় না পেয়ে পড়তেন জল কষ্টে।
advertisement
3/4
মঙ্গলবার জলের এটিএম উদ্বোধন হওয়ায় বেশিভাগ পুলিশ কর্মীর মতে জল কষ্টের মত সমস্যায় অনেকটাই লাগাম দেওয়া গেল। মঙ্গলবার পুলিশ কমিশনার সোমেন মিত্র এই জলের এটিএম-এর সূচনা করেন। শুধুই যে লালবাজারে (LalBazar) থাকা পুলিশ কর্মীদের সুবিধা হল তাই নয়, বিভিন্ন কাজে আসা ভিজিটর ও নানান কাজে আসা অন্য পুলিশ কর্মীদেরও সুবিধা হল এই ওয়াটার এটিএম (Water ATM) এর সাহায্যে।
advertisement
4/4
যদিও বিভিন্ন পুলিশ কর্মীদের মতে বর্তমানে শীতের আমেজ থাকায় পানীয় জলের চাহিদা কম থাকলেও গরমের দিনে চাহিনা বৃদ্ধি পায়, সেই সময় যথেষ্ট সমস্যা ও জল কষ্টের মধ্যে কাটাতে হয় ভিজিটর সহ লালবাজার দায়িত্ব থাকা বিভিন্ন পুলিশ কর্মীদের। মঙ্গলবার এই জলের এটিএম তৈরি হবার পরে শুরু জলের সমস্যা মিটল তাই নয়, বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও মিটল লালবাজারে। Input- Susovan Bhattacharjee
বাংলা খবর/ছবি/কলকাতা/
Lalbazar News: ঠাণ্ডা, সুরক্ষিত পানীয় জল এবার এক ক্লিকেই! জলের এটিএম এবার লালবাজারে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল