advertisement
1/5

চলে আসা এতদিনের নিয়মে পড়ল রঙের পোচ ! বৃন্দাবনের মন্দিরে প্রবেশ করে রংখেলার সুযোগ পেলেন বিধবারা ৷ এই প্রথমবার বৃন্দাবনের বিধবাদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা ৷ আবির, ফুলের পাপড়ি দিয়ে চুটিয়ে রং খেললেন তাঁরা ৷
advertisement
2/5
ভাগ্য তাঁদের জীবনে ভরে দিয়েছে সাদা রং ৷ তবে মনের মধ্যে লুকিয়ে রেখেছেন মুহূর্তের প্রত্যেকটা রং ৷ তাই তো কৃষ্ণের আধারনায় সোমবার বৃন্দাবনে বিধাবারা মন খুলে রেঙে উঠলেন হোলির রঙে !
advertisement
3/5
সোমবার সকাল থেকেই চলল বৃন্দাবনের হোলি খেলা ৷ তবে একদিনেই শেষ নয়, টানা তিনদিন দোলে মেতে উঠবেন বৃন্দাবনের ভক্তরা ৷ আকাশে উড়বে আবির, সঙ্গে হরে কৃষ্ণ বোল !
advertisement
4/5
প্রথা মেনে বৃন্দাবনের হোলিতে শুধুমাত্র ব্যবহার করা হয় নানা রঙের আবির ৷ জল রঙের কোনও জায়গা নেই ৷ তবে মন্দিরের বাইরে চলতে পারে পিচকারি সহযোগে রং খেলা ৷ তাতে নেই কোনও বারন !
advertisement
5/5
তবে শুধু আবির নয় ৷ ফুলের পাপড়ি দিয়েও এদিন খেলা হয় রং ৷ কৃষ্ণের পায়ে আবির দিয়েই শুরু হয় বৃন্দাবনের হোলি খেলা !