TRENDING:

Viral News: গরমে বিনামূল্যে ঠান্ডা জল! বাড়ির ফ্রিজ রাস্তায় বসালেন আলিমুদ্দিনের যুবক!

Last Updated:
Viral News: মানুষের কষ্ট সহ্য করতে পারলেন না ২৯ বছরের যুবক। নিজের ঘরের ফ্রিজ বের করে এনে রাস্তায় রাখলেন। ঠান্ডা জলের বোতল ভরে রাখলেন। বিনামূল্যে এই ফ্রিজের জলে তেষ্টা মেটাচ্ছেন পথ চলতি মানুষ। কুর্নিশ ওই যুবককে।
advertisement
1/5
গরমে বিনামূল্যে ঠান্ডা জল! বাড়ির ফ্রিজ রাস্তায় বসালেন আলিমুদ্দিনের যুবক!
গরমে পুড়ছে বাংলা। রাস্তা-ঘাটে-ঘরে মানুষের জীবন হাসফাস গরমে। এই সময় একটু ঠান্ডা জল মানেই শান্তি। কিন্তু রাস্তাঘাটে আর ফ্রিজের জল চাইলেই কী পাওয়া যায়! কিন্তু কলকাতায় সব সম্ভব। কারণ এখানে মানুষ মানুষের জন্যই সব কিছু করেন। মানুষের কথা ভেবেই পাশে দাঁড়ায় আর এক মানুষ। photo source Facebook
advertisement
2/5
জাত ধর্ম এসব কিছুর উপরে উঠে সত্যি হয় মানব ধর্ম। তার প্রমাণ আলিমুদ্দিন স্ট্রিট। photo source Facebook
advertisement
3/5
মানুষের কথা ভেবেই আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা মহম্মদ তৌসিফ রহমান এমন এক কাজ করলেন, যা মানবতার নজির হয়ে থাকবে। তাঁর বয়স মাত্র ২৯ বছর বয়স। গরমে মানুষের তেষ্টা মেটাতে অভাবনীয় কাজ করলেন এই যুবক। photo source Facebook
advertisement
4/5
নিজের বাড়ির ফ্রিজকে বের করে এনে রাস্তায় রেখে দিলেন। আর সেখানে ভরে রাখলেন ঠান্ডা জলের বোতল। photo source Facebook
advertisement
5/5
বিনামূল্যে এই জল যে কেউ খেতে পারবে। গরমে মানুষকে বাঁচাতে অভাবনীয় কাজ করেছেন এই যুবক। এই কমিউনিটি ফ্রিজের ঠান্ডা জলেই এখন তেষ্টা মেটাচ্ছেন পথ চলতি সব মানুষেরা। এই যুবক ফের একবার প্রমাণ করলেন, মানব ধর্ম এবং মানব সেবা সব থেকে বড়। এই কমিউনিটি ফ্রিজ এখন হুহু করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। বহু মানুষ ওই যুবকের প্রশংসায় মেতেছেন। photo source Facebook
বাংলা খবর/ছবি/কলকাতা/
Viral News: গরমে বিনামূল্যে ঠান্ডা জল! বাড়ির ফ্রিজ রাস্তায় বসালেন আলিমুদ্দিনের যুবক!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল