বাড়ি ছেড়ে পালিয়েছেন বাদাম কাকু! ভুবন বাদ্যকরের অবস্থা আগের থেকেও খারাপ!
- Published by:Suman Majumder
Last Updated:
Badam Kaku: কুঁড়েঘর ছেড়ে অট্টালিকায় উঠেছিলেন বাদাম কাকু! সুখ সইল না! ভুবন বাদ্যকরের কী হয়েছে!
advertisement
1/5

তাঁর ভাগ্য বদলে গিয়েছিল রাতারাতি। একখানা গান তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল। দেশ ছাড়িয়ে বিদেশেও নাম হয়েছিল তাঁর। লোকে এক ডাকে চিনতে শুরু করেন ভুবন বাদ্যকরকে। ভাইরাল কাঁচা বাদাম গান থেকেই তাঁর নাম হয়ে যায় বাদাম কাকু।
advertisement
2/5
দুবরাজপুর থেকে কলকাতায় এসে তিনি একের পর এক শো করে অর্থ উপার্জন করেছেন। তবে এখন তিনি কপিরাইটের সমস্যায় পড়েছেন। বাদাম শব্দটা উচ্চারণ করলেই কপিরাইট ইস্যু হচ্ছে। ফলে বাদাম কাকুর এখন মহাসমস্যা। হাতে টাকা নেই তেমন। জীবনে আবার ফিরেছে দারিদ্র।
advertisement
3/5
দুবরাজপুর থেকে কলকাতায় এসে তিনি একের পর এক শো করে অর্থ উপার্জন করেছেন। তবে এখন তিনি কপিরাইটের সমস্যায় পড়েছেন। বাদাম শব্দটা উচ্চারণ করলেই কপিরাইট ইস্যু হচ্ছে। ফলে বাদাম কাকুর এখন মহাসমস্যা। হাতে টাকা নেই তেমন। জীবনে আবার ফিরেছে দারিদ্র।
advertisement
4/5
বাদাম কাকুর আজীবনের সঙ্গী ছিল দারিদ্র। থাকতেন কুঁড়েঘরে। এর পর হাতে টাকা আসতেই প্রাসাদের মতো পাকা বাড়ি তৈরি করেন। এখন নাকি সেই অট্টালিকা ছেড়ে পালাতে হয়েছে তাঁকে! তিনি পরিবার নিয়ে উঠেছেন ভাড়া বাড়িতে।
advertisement
5/5
ভুবনের পরিবারের তরফে জানানো হয়েছে, বাদাম কাকু জনপ্রিয় হওয়ার পর থেকেই চাঁদার জুলুম শুরু হয়। তাঁর বাড়িতে এসে অনেকে চাঁদা চাইত। ৫০০-১০০০ টাকা করে চাঁদা আদায় চলত। না দিলে শাসানি, ভয় দেখানো। একবার নাকি তাঁর মোবাইল কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে জুলুমবাজরা। চাঁদার জুলুম বাড়লে সপরিবারে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন ভুবন। তিনি নাকি গত পাঁচ মাস ধরে দুবরাজপুরে একটি বাড়িতে ভাড়া থাকছেন।