TRENDING:

কলকাতার রাস্তা জুড়ে নস্টালজিয়া, ভিনটেজ কার র‍্যালিতে দেখা মিলল বহু পুরনো গাড়ির

Last Updated:
১৯১৩ এর স্টুয়ার। ১৯২৮ এর ম্যাগনিফিসেন্ট। ল্যাম্বরগিনি থেকে রোলস রয়েস মার্কারি-8 অস্টিন a70 ফ্যান্টম, এডলার , ফোর্ড, এসেক্স super-6 আরও প্রায় ১০০ টি ছবির মত গাড়ি
advertisement
1/5
কলকাতার রাস্তা জুড়ে নস্টালজিয়া, ভিনটেজ কার র‍্যালিতে দেখা মিলল বহু পুরনো গাড়ির
১২৭ বছর পুরনো AAE! রবিবার শহরে ছবি ভিনটেজ কার র‍্যালি৷ অনেক পুরনো পুরনো গাড়ির দেখা মিলল কলকাতার রাস্তা। শহর জুড়ে ছড়িয়ে পড়ল নস্টালজিয়া৷
advertisement
2/5
এই বিশেষ র‍্যালির সেক্রেটারি জেনারেল প্রবীর রায় জানিয়েছেন যে এই র‍্যালিতে জার্মানি, ইতালি, ব্রিটেন এবং আমেরিকার ভিন্টেজ গাড়ি রয়েছে। তবে, তিনি আরও বলেছেন যে ভবিষ্যতে তারা ভারতীয় ক্লাসিক যানবাহনের ওপর বেশি গুরুত্ব দেবেন।
advertisement
3/5
অটোমোবাইল ক্লাবের vintage car rally সেটা স্পেশাল হবে সন্দেহ নেই। ব্রিটিশ আমেরিকান ইটলি জার্মানি প্রায় ১০০ র কাছাকাছি ভিন্টেজ কার নামে কলকাতায় রাস্তায়।
advertisement
4/5
১৯১৩ এর স্টুয়ার। ১৯২৮ এর ম্যাগনিফিসেন্ট। ল্যাম্বরগিনি থেকে রোলস রয়েস মার্কারি-8 অস্টিন a70 ফ্যান্টম, এডলার , ফোর্ড, এসেক্স super-6 আরও প্রায় ১০০ টি ছবির মত গাড়ি
advertisement
5/5
৭০ টি চার চাকার গাড়ি এবং ২০ টির বেশি বাইক ছিল কলকাতার রাস্তায়৷ সরস্বতী পুজোর দিন এই ছিল এই র‍্যালি৷ ফলে সাওয়ারিরা ছিল সকলেই বাসন্তী রঙের পোশাকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
কলকাতার রাস্তা জুড়ে নস্টালজিয়া, ভিনটেজ কার র‍্যালিতে দেখা মিলল বহু পুরনো গাড়ির
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল