নিম্নচাপ কাটলেও ফের দুর্যোগে কাঁপবে গোটা বাংলা! কবে থেকে তোলপাড় বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
নিম্নচাপ দূরে সরলেও, এখনই কাটছে না দুর্যোগ। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে বাংলায়।
advertisement
1/6

নিম্নচাপ দূরে সরলেও, এখনই কাটছে না দুর্যোগ। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে বাংলায়।
advertisement
2/6
দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। কিন্তু, জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলেও অস্বস্তি বাড়বে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
3/6
আজ, পুরুলিয়া-পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/6
উত্তরবঙ্গে আজ, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলার দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল মালদা ও দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়েও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
5/6
কলকাতা।আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।
advertisement
6/6
কলকাতার তাপমাত্রাআজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার।