Vegetable Price Hike: বাজারে সবজিতে হাত দেওয়া দায়! এত চড়া দাম? ১০০০ টাকাতেও ব্যাগ ভরছে না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vegetable Price Hike: সামনে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা। সেই সময় ফের সবজির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
advertisement
1/8

এমনিতেই পুজোর মরশুমে বাজারে শাক-সবজির চড়া দাম। তার উপর ঘূর্ণিঝড় দানা-র জের। অসময়ের বৃষ্টিতে সবজির দাম বাড়ল ফের।
advertisement
2/8
কিছুদিন আগেই বন্যার জলে পচে নষ্ট হয়ে গিয়েছিল সবজি ক্ষেত। আর এবার হাজির সাইক্লোন। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। বাজারে হাজার টাকা নিয়ে গেলেও সবজির ব্যাগ ভরছে না। শাক-সবজির উর্ধ্বমুখী দামে পকেটে টান সাধারণ মানুষের।
advertisement
3/8
দানা-র প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই বইছে ঝোড়ো হওয়া, সঙ্গে বৃষ্টি। শুক্রবার সেই বৃষ্টির তীব্রতা বেড়েছে আরও খানিকটা। ফলে মাথায় হাত সবজি বিক্রেতাদের। দামও বেড়েছে, খদ্দের আরও কমেছে।
advertisement
4/8
সামনে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা। সেই সময় ফের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই ঘূর্ণিঝড় ও বৃষ্টির আশঙ্কায় বাজারে কোনও কিছুতেই হাত দেওয়া দায় মধ্যবিত্তের।
advertisement
5/8
দানার প্রভাবে ফের দাম বাড়তে চলেছে আনাজের। আদা, রসুন এবং লঙ্কার দামও বাড়ছে। আদা ১২০-২০০ টাকা, কাঁচালঙ্কা ১৫০-২২০ টাকা, রসুন ৩৫০-৪২০ টাকা, এবং ধনেপাতা ২৮০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
advertisement
6/8
কলকাতার বাজারে শুক্রবার, কেজি প্রতি জ্যোতি আলুর দাম ৩০-৩২ টাকা, চন্দ্রমুখী আলুর দাম ৫০-৫৫ টাকা, পটল ১০০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা পিস, টম্যাটো ১০০-১২০ টাকা, বেগুন ৯০-১১০ টাকা, বাঁধাকপি ৪৫-৫৫ টাকা, কচু ৪৫-৫৫ টাকা, কুমড়ো ২৫-৩৫ টাকা, গাজর ৮০-১১০ টাকা, পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
advertisement
7/8
ফলের বাজারও ছিল বেশ চড়া। আপেল বিক্রি হয়েছে প্রতি কেজিতে ২০০ টাকায়, বেদানা ২৫০-৩০০, নাশপাতি ১৫০-২০০, পেয়ারা ও শশা ৬০-৮০। শাঁখ আলু ১০০ টাকা, পানিফল ৬০-৮০, বাতাবি লেবু ২৫-৩০ টাকা কেজিতে।
advertisement
8/8
প্রতি পিস নারকেলের দাম ৫০-৬০ টাকা, আনারসের ১০০ টাকা। বড় আকারের আখের দাম ২০-২৫ টাকা, কাঁঠালি কলা ৬০-১০০ টাকা ডজন। ধানের শিষ ১০-২০ টাকা পিস। শিস ডাব ৪০-৬০ টাকায় বিক্রি হয়েছে।