TRENDING:

Vegetable Price Hike: পালং ৩০০, সজনে ডাঁটা ২০০, বেগুন ১০০! সবজি আকাশছোঁয়া! আগুনে দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

Last Updated:
Vegetable Price Hike: বিশেষজ্ঞদের দাবি, দেরিতে বর্ষা ঢোকার কারণে এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণের জন‍্য সবজি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সেই কারণেই আকাশচুম্বি আনাজের দাম।
advertisement
1/7
পালং ৩০০, সজনে ডাঁটা ২০০! সবজি আকাশছোঁয়া! আগুনে দামে নাভিশ্বাস মধ্যবিত্তের
বাজারে কার্যত সবজির দাম অগ্নিমূল্য। বাজারের ব্যাগ ভরাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। ঊর্ধ্বমুখী প্রায় প্রতিটা সবজির বাজার মূল্য। আগে বাজারে যে সমস্ত সবজি অল্প দামে পাওয়া যেত, সেই সকল সবজির দাম এখন বেড়েছে অনেকটাই।
advertisement
2/7
সবজি কিনতে গিয়ে আগের থেকে এখন অনেকটাই বেশি টাকা খরচ করতে হচ্ছে সকলকেই। বর্তমানে বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বহু মানুষ।
advertisement
3/7
বিশেষজ্ঞদের দাবি, দেরিতে বর্ষা ঢোকার কারণে এবং বৃষ্টিপাতের ঘাটতির কারণের জন‍্য সবজি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সেই কারণেই আকাশচুম্বি আনাজের দাম।
advertisement
4/7
বিশেষজ্ঞদের মতে, গত পাঁচ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে এবছরের সবজির দাম। মাথায় হাত কৃষক-সবজি বিক্রেতা থেকে সাধারণ মানুষের।
advertisement
5/7
জুন মাসে বেগুনের দাম ছিল ৫০ টাকা/কেজি, বর্তমানে তা ১৪০-১৫০ টাকা/কেজি। বিনসের দাম ছিল জুন মাসে ১৪০ টাকা/কেজি, বর্তমানে তা ২০০টাকা/কেজি। অপরদিকে, পালং শাকের দাম ৩০০টাকা/কেজি।
advertisement
6/7
ক্যাপসিকাম এবং সজনে ডাটার দাম ২০০টাকা/কেজি। বর্তমানে, সে সব সবজির দাম ১০০-এর নীচে তা হল পটল, লাউ, ঢ‍্যাঁড়শ, বাঁধাকপি।
advertisement
7/7
অগ্নিমূল্য বাজার৷ শাক সবজির দাম আমজনতার নাগালের বাইরে৷ গত মঙ্গলবার, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্য দাম কমানোর জন্য সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Vegetable Price Hike: পালং ৩০০, সজনে ডাঁটা ২০০, বেগুন ১০০! সবজি আকাশছোঁয়া! আগুনে দামে নাভিশ্বাস মধ্যবিত্তের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল