TRENDING:

Vande Bharat Express|| Indian Railways: বাংলায় ছুটছে Vande Bharat! সপ্তাহে ক’দিন, কত ভাড়া, ট্রেনে চড়লে খাবেন কী? রইল যাবতীয় খুঁটিনাটি

Last Updated:
Vande Bharat Express|| Indian Railways: শুক্রবার ৩০ ডিসেম্বর থেকে বাংলায় চলছে বন্দে ভারত। এই প্রথম বাংলার মাটিতে দেশের দ্রুততম ট্রেন। ট্রেনে উঠলেই ভাড়া কত? কখন ছাড়বে ট্রেন? খাবারের মেনু থেকে পৌঁছনোর সময় জেনে নিন একনজরে।
advertisement
1/9
বাংলায় ছুটছে বন্দে ভারত! সপ্তাহে ক’দিন, কত ভাড়া, ট্রেনে চড়লে খাবেন কী? জানুন সব
সফল হয়েছে পরীক্ষামূলক দৌড়। শুক্রবার ৩০ ডিসেম্বর থেকে বাংলায় চলছে বন্দে ভারত। এই প্রথম বাংলার মাটিতে দেশের দ্রুততম ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেয় আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনে উঠলেই ভাড়া কত? কখন ছাড়বে ট্রেন? খাবারের মেনু থেকে পৌঁছনোর সময় জেনে নিন একনজরে।
advertisement
2/9
কখন ছাড়বে ট্রেন? রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে। মাঝে শান্তিনিকেতন, মালদা টাউন ও বরসৌইয়ে থামবে। জলপাইগুড়ি যাওয়ার পথে বোলপুরে থামকবে সকাল ৭টা ৪৩ মিনিটে। ১০.৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউনে। ১১.৫০ মিনিটে যাবে বরসৌই। তার পর ১টা ২৫ মিনিটে পৌঁছবে অন্তিম গন্তব্য নিউ জলপাইগুড়িতে। আবার ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ৩টো ৫ মিনিটে। সকালে দার্জিলিং ছেড়ে ট্রেনে উঠে পড়তে পারবেন পর্যটকরা। হাহাওড়ায় পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা রাতেই বাড়ি ঢুকে পড়তে পারবেন। এমনকি বাড়ি ফিরে যেতে পারেন মফঃস্বলবাসীরাও।
advertisement
3/9
সপ্তাহে ক'দিন চলবে? সপ্তাহে ৬ দিন চলবে ট্রেন। বুধবার দু'প্রান্ত থেকেই বন্ধ থাকবে।
advertisement
4/9
ট্রেনের গতিবেগ কত? বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় সর্বাধিক ১৮০ কিলোমিটার। তবে রেললাইনের কারণে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পেরোবে না। এটাও সর্বত্র এক থাকছে না যাত্রী সুরক্ষা ও অন্যান্য কারণে। রেল সূত্রে খবর, রেললাইনের স্বাস্থ্যের কারণেই গতি আর বাড়ানো যাবে না। রেললাইন আধুনিকীকরণ না করায় গতি ১০০ কিলোমিটারের বেশি তোলা যাবে না। বেশিরভাগ অংশে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটারে থাকে গতিবেগ। গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার।
advertisement
5/9
বন্দে ভারতে খাবার মেনু: বন্দে ভারতে খাবার দেওয়া হবে যাত্রীদের। আপ ট্রেনে প্রাতঃরাশ এবং দুপুরের খাবার দেওয়া হবে। থাকবে চা এবং কফিও। জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে ডাউন ট্রেনে সন্ধ্যার জলখাবার দেওয়া হবে। চা ও কফি থাকবে। রয়েছে নৈশ আহারও। কী থাকছে মেনুতে?
advertisement
6/9
বন্দে ভারত ট্রেনে মধ্যাহ্ণভোজ প্যাকেটবন্দি করেই পরিবেশন করা হচ্ছে। ভিতরে থাকছে, সরু চালের পোলাও, পরোটা, মুরগির মাংস, আলু ও ফুলকপির তরকারি। সেখানেই শেষ নয় বাঙালির রসনাতৃপ্তির কথা মাথায় রেখে শেষপাতে চাটনি এবং মিষ্টিও রয়েছে। স্ন্যাক্সে রয়েছে ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার। ব্রেকফাস্টে স্যান্ডউইচ, কেকও মিলছে।
advertisement
7/9
তবে খাবারের জন্য আলাদা টাকা দিতে হবে না বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে। বরং টিকিটের সঙ্গেই ধারা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর এবং রাতের খাবার। আমিষ না নিরামিষ, তা যদিও যাত্রীকে জানিয়ে দিতে হবে আগে। টিকিট কাটার সময়ই সাধারণত আমিষ এবং নিরামিষ খাবারের মধ্যে বেছে নেওয়ার উপায় থাকবে যাত্রী সুবিধার্থে।
advertisement
8/9
উন্নত মানের ১৬ কামরার সম্পূর্ণ বাতানুকূল ট্রেন বন্দে ভারত। ১৪টি সাধারণ চেয়ারকার, দু’টি এগ্‌জ়িকিউটিভ চেয়ারকার রয়েছে এই ট্রেনে। দু’প্রান্তে থাকবেন চালক ও গার্ড। বন্দে ভারতের প্রতিটি কামরায় রয়েছে স্বয়ংক্রিয় এবং সেন্সর নিয়ন্ত্রিত বাতানুকূল ব্যবস্থা। শৌচাগারের কল, ভেস্টিবিউলের দরজাও নিয়ন্ত্রণ করছে সেন্সর। সবই বায়ো-টয়লেট।
advertisement
9/9
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। যেখানে আবার দুই ধরনের বসার আসন আছে। একটি হল সিসি এবং আরেকটি এক্সিকিউটিভ ক্লাস। এদিন রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেসের দাম প্রকাশ করা হয়েছে। হাওড়া থেকে এনজেপি সিসি ভাড়া ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ২৮০৩ টাকা। হাওড়া থেকে বোলপুর সিসি ভাড়া ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১১৫০ টাকা। হাওড়া থেকে মালদা সিসি ভাড়া ৯২৯ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১৭৫৩টাকা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Vande Bharat Express|| Indian Railways: বাংলায় ছুটছে Vande Bharat! সপ্তাহে ক’দিন, কত ভাড়া, ট্রেনে চড়লে খাবেন কী? রইল যাবতীয় খুঁটিনাটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল