Trinamool 21st July Traffic Update: কাতারে কাতারে মানুষ! ধর্মতলায় উপচে পড়া ভিড়! কোন রাস্তা ওয়ান ওয়ে? কোথায় যানজটের সম্ভাবনা, জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Trinamool 21st July Traffic Update: একুশের সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দলে দলে কর্মী, সমর্থকরা মিছিল করে আসতে শুরু করেছেন সমাবেশে। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিস। প্রশাসন সূত্রে খবর ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা নিয়ন্ত্রণ থাকবে যান চলাচল।
advertisement
1/5

তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, এই প্রথম ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ (TMC Martyr Day 2022)। করোনা অতিমারির বাড়বাড়ন্তে দুবছর ভার্চুয়ালি পালিত হয়েছে ২১ জুলাইয়ের অনুষ্ঠান। গত দু-বছর দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালিই শহিদ দিবস পালন সেরেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
advertisement
2/5
.ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর আরও একবার ২১ জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ। আর সেই সমাবেশের জেরে কার্যত স্তব্ধ হতে চলেছে বেশ কিছু রাস্তাঘাট। যার জন্য আগাম ছুটির ঘোষণা করেছে বেশ কিছু স্কুল।
advertisement
3/5
একুশের সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে দলে দলে কর্মী, সমর্থকরা মিছিল করে আসতে শুরু করেছেন সমাবেশে। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিস। প্রশাসন সূত্রে খবর ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা নিয়ন্ত্রণ থাকবে যান চলাচল।
advertisement
4/5
যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে: বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যে সমস্ত রাস্তা ওয়ান ওয়ে থাকবে- আর্মহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী) বিধান সরণির কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) ব্রেবন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী) স্ট্র্যান্ড রোড (দক্ষিণ থেকে উত্তরমুখী) বিবি গাঙ্গুলী স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী) বেন্টিং স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী) এছাড়াও নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণী (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) প্রভৃতি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে।
advertisement
5/5
শহরের বিভিন্ন প্রান্তে এসে পৌঁচছেন জেলার কর্মী-সমর্থকরা। কারোর হাতে প্ল্যাকার্ড তো কেউ আবার সারা শরীরে তৃণমূলের পতাকা এঁকেছেন। কেউ পরেছেন বাহারি টুপি। আবার বহুদূর থেকে হেঁটে শহরে ঢুকতে হচ্ছে উৎসুক মানুষ ও মমতা অনুরাগীদের। সবমিলিয়ে শহিদ দিবসের আবেগে ভাসছে গোটা রাজ্য।