Maa Flyover: উড়ালপুলের মাঝামাঝি আসতেই গলায় কী লাগল! চমকে উঠে ট্রাফিক সার্জেন্ট দেখলেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Maa Flyover: রবিবার সকালে সেই মাঞ্জা সুতোর মুখে পড়তে হল কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টকে। ঘটনা মা উড়ালপুলের। (ছবি ও তথ্য: অমিত সরকার)
advertisement
1/5

ঘুড়ির মাঞ্জা সুতো আটকাতে ইতিমধ্যে মা উড়ালপুলে শুরু হয়েছে ফেন্সিং দেওয়ার কাজ। তারই মধ্যে রবিবার সকালে সেই মাঞ্জা সুতোর মুখে পড়তে হল কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টকে।
advertisement
2/5
স্কুটির গতি নিয়ন্ত্রণে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রূপম সাহা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
advertisement
3/5
সকাল ৮:১০। ডিউটির জন্য মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট রূপম সাহা। উড়ালপুলের মাঝামাঝি জায়গাতে হঠাৎই তাঁর গলার কাছে এসে বাঁধে সুতো। তৎক্ষণাৎ তিনি বা হাত দিয়ে সুতো ধরে ফেলেন। তবে গলাতে সুতোর আঁচড় পড়েছে।
advertisement
4/5
তিনি জানিয়েছেন, স্কুটির গতি নিয়ন্ত্রণে ছিল, তাই খুব সহজেই সুতোটি হাত দিয়ে ধরে ফেলতে পারেন। যার জেরেই তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। এখন তিনি বাইপাসের উপর ডিউটি করছেন বলে জানা গিয়েছে।
advertisement
5/5
মা উড়ালপুলে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়, বারংবার ঘটেছে এই ধরনের ঘটনা। কিন্তু তাতেও আটকানো যায়নি চিনা মাঞ্জার রমরমা। বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা দেখা দিয়েছে বেশ কয়েকবার। কিন্তু বদলায়নি কিছুই।