মেট্রোর কাজ, শিয়ালদহ উড়ালপুলে তিন দিন নিয়ন্ত্রণ হবে যান চলাচল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কাজ চলাকালীন গোটা সময়টাই এম জি রোড, কলেজ স্ট্রিট, এন সি স্ট্রিট, লেনিন সরণি, এস এন ব্যানার্জী রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে৷
advertisement
1/7

ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য চলতি সপ্তাহে তিন দিন শিয়ালদহ উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ কেএমআরসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷
advertisement
2/7
কাজ চলাকালীন গোটা সময়টাই এম জি রোড, কলেজ স্ট্রিট, এন সি স্ট্রিট, লেনিন সরণি, এস এন ব্যানার্জী রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে৷
advertisement
3/7
দক্ষিণ কলকাতা থেকে এজেসি বোস রোড ধরে যে গাড়িগুলি শিয়ালদহ স্টেশনে আসবে, সেগুলির রুটে কোনও পরিবর্তন করা হবে না৷
advertisement
4/7
তবে উত্তর কলকাতা থেকে এপিসি রোড ধরে শিয়ালদহ স্টেশনগামী যানবাহনগুলিকে রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেন রোড দিয়ে ফুলবাগান হয়ে শিয়ালদহের দিকে পাঠানো হবে৷
advertisement
5/7
১২, ১২/১, ২১, ২১/১, এস-১৭৮, কে-৬, ২০৪/১- এই রুটের বাস এবং মিনিবাসগুলি কাজ চলাকালীন এনআরএস হাসপাতালের সামনে পর্যন্ত আসবে৷ অন্যদিকে এম জি রোড হয়ে যে বাস, মিনিবাসগুলি শিয়ালদহ স্টেশন হয়ে বরফকল পর্যন্ত যেত, সেগুলি এপিসি রোডের উপর রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে৷
advertisement
6/7
উত্তর কলকাতা থেকে যে বাসগুলি এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে দক্ষিণ কলকাতার দিকে যায়, সেগুলিকে মানিকতলা মোড় থেকে বিবেকানন্দ রোড, আহমার্স্ট স্ট্রিট, বি বি গাঙ্গুলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে৷
advertisement
7/7
দক্ষিণ কলকাতা থেকে এজেসি বোস রোড ধরে যে বাস এবং মিনিবাসগুলি উত্তর কলকাতার দিকে যায়, সেগুলিকে মৌলালি মোড়, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গন্তব্যের দিকে পাঠানো হবে৷