Local Train Cancel: আজ-আগামিকাল একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহে, রুট বদল কিছু লোকালের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Local Train Cancel: ফের ট্রেন বাতিল হাওড়া এবং শিয়ালদহ শাখায়। শনি এবং রবিবার ডায়মন্ড হারবার শাখা এবং বনগাঁ শাখায় কিছু ট্রেনের গতিবিধি বদল করা হয়েছে। ট্র্যাফিক ব্লক এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এই বদল।
advertisement
1/5

*ফের ট্রেন বাতিল হাওড়া এবং শিয়ালদহ শাখায়। শনি এবং রবিবার ডায়মন্ড হারবার শাখা এবং বনগাঁ শাখায় কিছু ট্রেনের গতিবিধি বদল করা হয়েছে। ট্র্যাফিক ব্লক এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যই বদলাচ্ছে ট্রেনের রুট, বাতিল করা হয়েছে ট্রেন।
advertisement
2/5
*রেলের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে শনি ও রবিবার বহু ট্রেন বাতিল রয়েছে হাওড়া ও শিয়ালদহ শাখায়। চরমে উঠেছে যাত্রী ভোগান্তি। ফের নতুন করে ট্রেন বাতিলের ঘোষণায় তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
advertisement
3/5
*আজ ২৬ অগাস্ট শনিবার ৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট স্টেশন পর্যন্ত চলবে। ২৭ অগাস্ট ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ছাড়বে মগরাহাট স্টেশন থেকে।
advertisement
4/5
*৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল চাঁদপাড়া স্টেশন পর্যন্ত চলবে। ২৭ অগাস্ট রবিবার ৩৩৮১২ লোকাল বনগাঁর পরিবর্তে চাঁদপাড়া স্টেশন থেকে ছাড়বে। ৩৩৮১৪ বনগাঁ-শিয়ালদহ লোকাল ১০ মিনিট পরে ছাড়বে নির্ধারিত সময়ের থেকে।
advertisement
5/5
*হাওড়া থেকে 36825, 36827, বর্ধমান থেকে 36842, 36844, ব্যান্ডেল থেকে 37536, 37538, নৈহাটি থেকে 37535, 37537 নম্বরের লোকাল বাতিল রয়েছে।