Dengue: ডেঙ্গি মশারূপী অসুরকে বধ করতে ব্লিচিং হাতে মা দুর্গা মর্তে! কাউন্সিলরের অভিনব ভাবনা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Dengue: পুজোর আগেই মা ঘরে ঘরে, মশা মারার তেল ও ব্লিচিং নিয়ে হাজির দুয়ারে দুয়ারে।
advertisement
1/4

: পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে ডেঙ্গি যেন মানুষের মনে আতঙ্কের বীজ বপন করছে। সন্তানদের মন থেকে এই আতঙ্কের বীজ উপড়ে ফেলতে কৈলাশ থেকে মা দুর্গা তাঁর সন্তানদের জন্য মশা মারার তেল ও ব্লিচিং পাউডার নিয়ে মর্ত্যে হাজির। শুক্রবার দক্ষিণ দমদমে বাড়ি বাড়ি মা তার ছেলে ও মেয়েদের নিয়ে সেই উপহার তুলে দেয়।
advertisement
2/4
প্রসঙ্গত, দক্ষিণ দমদম পৌর এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই পৌর এলাকার ৬ নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে ডেঙ্গি উপসর্গ নিয়ে। এমতাবস্থায় ডেঙ্গি রোধে এই অভিনব উদ্যোগ নিলেন কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে এদিন সকালে দক্ষিণ দমদম পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের হরকালী, দাগা কলোনি সহ বিস্তৃন অঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে মশা মারার তেল ও ব্লিচিং পৌঁছে দেওয়া হয়।
advertisement
3/4
এদিন মা দুর্গা তার ছেলে ও মেয়ে সেজে মানুষজন হাজির হন ১৫ নং ওয়ার্ডের হরকালী কলোনির দেবী ঘাটে। সেখান থেকে মা তাঁর পুজোর উপহার দিতে শুরু করে। যাতে মর্ত্যে থাকা তার কোন সন্তানকে মশা নামক অসুর দংশন করতে না পারে।
advertisement
4/4
সেই উদ্দেশ্যেই মা এবার কিছুদিন আগেই মর্ত্যে এসে তার সন্তানদের রক্ষার্থে বাড়ি বাড়ি নিজে গিয়ে মশা মারার তেল ও ব্লিচিং তুলে দেয়। এদিন এর পাশাপাশি ওয়ার্ড জুড়ে অঞ্চলে ডেঙ্গু অভিযান। পুরসভার ডেঙ্গু কর্মীরা থেকে শুরু করে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্মীরা সকলেই মায়ের সঙ্গে সঙ্গে মশা অসুর যাতে তাদের অঞ্চলে বিষ ফোঁটাতে না পারে তার জন্য অভিযান চালায়। Input- Anup Chakraborty