ভবানীপুরে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ উৎসবে মেতেছে গোটা শহর !
Last Updated:
advertisement
1/12

জোট গড়েও হল না শেষ রক্ষা ৷ নারদের হুল, পোস্তার ব্রিজ, দুর্নীতি কাণ্ডকে সামলেছেন একার মহিমায় ৷ সমস্ত বিরোধীরা একযোগে আক্রমণ চালিয়েও কোনও লাভ হয়নি, তা প্রমাণিত বৃহস্পতিবারে ফলে ৷ তাঁর সামনে সামান্য খড়কুটোর মতো উড়ে গেল বঙ্গের যাবতীয় বিরোধী শক্তি ৷ ছবি: সিদ্ধার্থ সরকার
advertisement
2/12
মানুষের বিপুল সমর্থন নিয়ে প্রায় ২১৮টি আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৷ তাই সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয় বাংলার সেই জনতাকেই কুর্ণিশ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, এই নিরঙ্কুশ তৃপ্তির জয়ের ইঙ্গিতে আত্মবিশ্বাসী নেত্রী নির্বাচন কমিশনকে এক হাত নিতেও ভুললেন না ৷
advertisement
3/12
মানুষের বিপুল সমর্থন নিয়ে প্রায় ২১৮টি আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৷ তাই সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয় বাংলার সেই জনতাকেই কুর্ণিশ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, এই নিরঙ্কুশ তৃপ্তির জয়ের ইঙ্গিতে আত্মবিশ্বাসী নেত্রী নির্বাচন কমিশনকে এক হাত নিতেও ভুললেন না ৷
advertisement
4/12
মসনদে এর আগেও তাঁরই ছিল কিন্তু সেবার সরকার গড়তে সঙ্গ দিয়েছিল কংগ্রেস ৷ এই প্রথম একক ক্ষমতায় সরকারে ফিরতে চলেছে তৃণমূল ৷ বিরোধীদের প্রায় নিশ্চিহ্ন করে এই বিপুল সংখ্যক আসন জয় তাই তৃণমূল নেত্রীর কাছে পরম তৃপ্তির ৷ সাংবাদিক সম্মেলনে জানালেন সে কথা ৷
advertisement
5/12
বাংলার মানুষের অতি প্রিয় দিদি এদিন বলেন, ‘গত ৫৯ বছরে এই প্রথম একা লড়ছে তৃণমূল কংগ্রেস ৷ গতবার কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিল তৃণমূল ৷
advertisement
6/12
কিন্তু এবার সব বিরোধীরা এক হয়ে যাওয়া সত্ত্বেও এত ভাল ফল৷ এবারের ভোটে সন্ত্রাস চালানো হয়েছে ৷ এরকম আগে কখনও হয়নি ৷
advertisement
7/12
তা সত্ত্বেও মানুষ নিরপেক্ষভাবে ভোট দিয়েছেন ৷ মানুষের নির্ভীক ভোটদানকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ জয় সাধারণ মানুষকে উৎসর্গ করছি ৷ এটা উন্নয়ন ও মানুষের জয় ৷ ’
advertisement
8/12
ভোটের শুরু থেকেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে বিরক্ত হয়েছেন নেত্রী ৷ তাঁর ও তাঁর দলের সদস্যও নেতারা প্রতি মুহূর্তে ছিলেন কমিশনের স্ক্যানারে ৷ নির্বাচন কমিশনের বাড়াবাড়িতে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তাদের দিকে ৷
advertisement
9/12
তাই এদিন এই বিপুল জয়ের পরও তাঁর গলায় উষ্মার স্বর শোনা গেল ৷ এদিন তিনি বলেন, ‘আমিও ৪০ বছর ধরে রাজনীতি করছি ৷ অনেক বাড়াবাড়ি দেখেছি ৷ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় পুলিশবাহিনী নির্বাচনে বাড়াবাড়ি করেছে ৷’
advertisement
10/12
বাংলা জয়ের পর এখন নেত্রীর নজর কেন্দ্রীয় রাজনীতিতে ৷ এদিন তাঁর বক্তব্যে জাতীয় ফ্রন্ট তৈরির সম্ভাবনার আঁচ পাওয়া গেল ৷ তিনি বলেন, ‘চিরকাল কেউ একা চলে না ৷
advertisement
11/12
পথ চলতে চলতে কারও কারও প্রয়োজন হয় ৷ নীতীশজি লালুজির সঙ্গে আমার সম্পর্ক ভাল ৷ যখনই আমাকে ডাকেন তখনই আমি যাই ৷ ভবিষ্যৎ রাজনীতি কী হবে তা সময় বলবে ৷’
advertisement
12/12
শুক্রবার থেকে ৩০ তারিখ পর্যন্ত বিপুল বিজয় উৎসবের কথাও বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে সম্মানিত করা হবে কৃতী ছাত্র-ছাত্রীদের ৷ আগামীকাল পরিষদীয় নেতা নির্বাচনের কথাও সাংবাদিক সম্মেলনে জানালেন নেত্রী ৷ ২৭ মে নতুন সরকার শপথ নেবে ৷ দ্বিতীয়বারের জন্য নবান্নের মসনদে দেখা যাবে এক এবং অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷