চিনে নিন প্রার্থীদের, দেখে নিন কে কোন আসনে দাঁড়িয়েছেন
- Published by:Sarmita Bhattacharjee
- news18 bangla
Last Updated:
advertisement
1/41

ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কেন্দ্রটি অন্যতম নজরে থাকবে এ বারের ভোটে৷ গতবার এই কেন্দ্রে জয়ী সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/41
কলকাতা (উত্তর) কলকাতা উত্তর কেন্দ্রটি হেভিওয়েট৷ কারণ, এই কেন্দ্রে এ বারও দাঁড়াতে পারে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
3/41
মালা রায় কলকাতা দক্ষিণ (KOLKATA DAKSHIN) থেকে লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াবেন মালা রায় ৷ তিনি কলকাতা পুরসভার চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলাচ্ছেন ৷
advertisement
4/41
মিমি চক্রবর্তী তৃণমূলের হয়ে যাদবপুর কেন্দ্র থেকে লড়তে চলেছেন মিমি চক্রবর্তী ৷
advertisement
5/41
মথুরাপুর (MATHURAPUR) আসন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়াবেন চৌধুরি মোহন জাটুয়া ৷
advertisement
6/41
প্রতিমা মন্ডল: জয়নগরের তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং অন্যতম দক্ষ সংগঠক ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়নগর থেকে এবারও তিনি ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ালেন ৷
advertisement
7/41
বসিরহাট কেন্দ্র থেকে নূসরৎ জাহান প্রার্থী ৷
advertisement
8/41
কাকলি ঘোষ দস্তিদার গতবারের লোকসভা নির্বাচনের মত এবারও তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা করে নিলেন তিনি ৷ বারাসত লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি ৷
advertisement
9/41
সৌগত রায় ২০১৪ সালের পর ফের দমদমে কি তৃণমূল প্রার্থী সৌগত রায়? সে ক্ষেত্রে এই কেন্দ্রটিও থাকছে একটি বিশেষ নজরে রয়েছে ৷
advertisement
10/41
শ্যামল সাঁতরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াবেন শ্যামল সাঁতরা ৷
advertisement
11/41
সুব্রত মুখোপাধ্যায় ৷ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের উপর ভরসা রাখল শাসক দল ৷ বাঁকুড়া লোকসভা আসন থেকে দলের হয়ে লড়বেন তিনি ৷
advertisement
12/41
ডঃ মৃগাঙ্ক মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন ডঃ মৃগাঙ্ক মাহাতো ৷
advertisement
13/41
বীরবাহা সোরেন ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বীরবাহা সোরেন ৷
advertisement
14/41
মানস ভুঁইঞা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মানস ভুঁইঞা ৷
advertisement
15/41
দীপক অধিকারি ফের ঘাটালের তৃণমূল প্রার্থী সাংসদ ও টলিউডের জনপ্রিয় নায়ক দেব ওরফে দীপক অধিকারী! ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দেব। বিপুল ভোটে জয়ীও হন।
advertisement
16/41
দিব্যেন্দ্যু অধিকারী ২০১৬ সালে দাদা শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হয়ে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন ৷ তাই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তাঁর উপরই ভরসা রাখছে তৃণমূলের নেতৃত্ব ৷
advertisement
17/41
অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি ৷
advertisement
18/41
রত্না দে নাগ: তৃণমূলের জেলার অন্যতম নির্ভরযোগ্য মুখ ৷ ২০০৯ সালে প্রথম হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন ৷ ২০১৪-তেও তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন, তাই এবারও দল তাঁরই উপরে ভরসা রেখেছে ৷ ফের তিনি হুগলি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷
advertisement
19/41
শ্রীরামপুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিশেষ নজর থাকছে এ বারের ভোটে৷ সূত্রের খবর, এ বারও শ্রীরামপুরে কল্যাণকেই টিকিট দিতে পারে তৃণমূল৷
advertisement
20/41
২০১৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
21/41
সাজদা আহমেদ উলুবেড়িয়া থেকে ভোটে লড়বেন তিনি ৷
advertisement
22/41
ব্যারাকপুর ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীই থাকলেন৷ এই কেন্দ্রে গতবারের সাংসদও দীনেশ ত্রিবেদী৷
advertisement
23/41
মমতাবালা ঠাকুর আসন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি ৷
advertisement
24/41
মুনমুন সেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি ৷
advertisement
25/41
বোলপুর (BOLPUR) প্রার্থী অসিত মাল
advertisement
26/41
ফের বীরভূম থেকে প্রার্থী হয়েছেন শতাব্দী রায় ৷
advertisement
27/41
বর্ধমান-দূর্গাপুর (BARDHAMAN-DURGAPUR) প্রার্থী মুমতাজ সঙ্ঘমিত্রা ৷
advertisement
28/41
বর্ধমান-পূর্ব (BARDHAMAN PURBA) প্রার্থী সুনীল কুমার মন্ডল
advertisement
29/41
রুপালি বিশ্বাস আসন্ন নির্বাচনে রানাঘাট থেকে লড়বেন তিনি ৷
advertisement
30/41
কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র ৷
advertisement
31/41
.বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অপূর্ব সরকার
advertisement
32/41
মুর্শিদাবাদ আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন আবু তাহের খান
advertisement
33/41
খলিলুর রহমান আসন্ন নির্বাচনে জঙ্গিপুর থেকে লড়বেন তিনি ৷
advertisement
34/41
ডঃ মোয়াজ্জম হুসেন .মালদহ দক্ষিণ থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন মোয়াজ্জম হুসেন ৷
advertisement
35/41
মৌসম বেনজির নূর: ২০১৪ সালে মালদা-উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন গণি খান চৌধুরির ভাইঝি। এবারে তিনি তৃণমূল কংগ্রেসের মালদা-উত্তরের প্রার্থী।
advertisement
36/41
বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়বেন অর্পিতা ঘোষ
advertisement
37/41
কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন ৷
advertisement
38/41
অমর সিং রাই. দার্জিলিং লোকসভা আসন থেকে লড়বেন ৷
advertisement
39/41
বিজয় চন্দ্র বর্মন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি ৷
advertisement
40/41
দশরথ তিরকে আলিপুরদুয়ার থেকে লড়বেন তিনি ৷
advertisement
41/41
পরেশ অধিকারী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে লড়বেন ৷