TMC 21 July: ২১ জুলাইয়ের মঞ্চে বিরাট চমক! বিজেপির দুই প্রাক্তন তারকা সটান মমতার মঞ্চে! কে কে জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC 21 July: অবশেষে বিজেপি ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। অন্যজনও অনেক দিন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন।
advertisement
1/6

দুজনেই বিজেপি ছেড়েছিলেন আগেই। এবার আবার ফিরে এলেন তৃণমূলের ঘরে। তাঁদের একজন গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন। কিন্তু ভোটে পরাজিত হন। তার পর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে দূরত্ব।
advertisement
2/6
অবশেষে বিজেপি ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। অন্যজনও অনেক দিন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সেই তিনিও এবার ২১ জুলাইয়ের মঞ্চে।
advertisement
3/6
প্রতি বছরের মতো এ বারও ২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের একাধিক মুখ উপস্থিত। সঙ্গে টেলিভিশন অভিনেতা, অভিনেত্রীরাও। আর সেই মুখেদের মধ্যে এবার দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রের।
advertisement
4/6
দুই অভিনেত্রীই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এ বছর তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেল সেই শ্রাবন্তী-রূপাঞ্জনাকেও। দুজনেই দাবি করেছেন, তৃণমূলের উপর তাঁদের আস্থা আছে। শ্রদ্ধা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।
advertisement
5/6
বিজেপি ছাড়ার সময় শ্রাবন্তী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’
advertisement
6/6
এর আগে মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রূপাঞ্জনা মিত্রের মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তখন তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চান না। যদিও সে বিষয়ে তখন শ্রাবন্তী নিজে কোনও মন্তব্য করেননি। অবশেষে তৃণমূলের মঞ্চে চলেই এলেন শ্রাবন্তী। সঙ্গে রইলেন রূপাঞ্জনাও।