TRENDING:

Tiger Attack in Sundarban: ‘পেটের দায়’ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে ডিঙিতে অপেক্ষা, পিছন থেকে লাফিয়ে পড়ল সাক্ষাৎ যম!

Last Updated:
Tiger Attack in Sundarban: সুন্দরবনের বাঘের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই করে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে জগদীশ মণ্ডল৷
advertisement
1/5
‘পেটের দায়’ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে ডিঙিতে অপেক্ষা, পিছন থেকে লাফাল যম!
কলকাতা: মানুষগুলো জানে, নিশ্চিত মৃত্যু তাদের জন্য নদীর ওপারে অপেক্ষা করছে। তবুও ছোট্ট একটি ডিঙি করে তারা প্রায়ই বাঘের জঙ্গলে যাবেই।জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে প্রতিবারই বিপদ নেমে আসে তাদের ওপর। কেউ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে আসে,কেউ মৃতদেহ হয়ে। আবার কেউ বাঘের আক্রমণ থেকে প্রাণে বেঁচে ফেরে। Photo- Representative
advertisement
2/5
সোমবার সকালেও সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই করে গুরুতর জখম হয়ে ফিরেছে এক ব্যক্তি। এই মুহূর্তে তাঁর গোসাবা হাসপাতালে চিকিৎসা চলছে।   দিন চারেক আগে গোসাবা ব্লকের ছোট মোল্লা খালি দাসপুর গ্রামের, জগদীশ মণ্ডল, ওই গ্রামেরই তার দুই সঙ্গী রামপদ বর্মন ও রামপদ মিস্ত্রিকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গেছিল।
advertisement
3/5
মাছ কাঁকড়া ধরতে ধরতে, তাঁরা জঙ্গলের গভীরে প্রবেশ করে গিয়েছিল।জগদীশের আত্মীয়দের কথায়, জঙ্গলের ভেতরে ছোট ছোট খাঁড়ি রয়েছে।সেই খাঁড়িগুলিতে প্রচুর পরিমাণে মাছ, কাঁকড়া পাওয়া যায়। যার ফলে সেখানেই বেশিরভাগ মৎস্যজীবী যায়। ফলে বিপদ ঘটে। সুন্দরবনের ওই জঙ্গলগুলিতে বাঘ থাকে। জগদীশ মণ্ডলের জঙ্গলে ঢোকার অনুমতি ছিল।কিন্তু যে জায়গা গুলিতে পদে পদে বিপদ৷ Photo- Representative
advertisement
4/5
সেই জায়গাগুলিতে যাওয়ার অনুমতি ছিল না। ফলে সোমবার সকালে যখন নৌকাতে বসে সবাই মিলে জাল ফেলছিল, ঠিক সে সময় জগদীশের ঘাড়ের উপর একটি বাঘ লাফিয়ে পড়ে। জগদীশের সঙ্গে রীতিমত যুদ্ধ চলে বাঘের। সঙ্গে থাকা দুই সঙ্গী জগদীশকে বাঁচানোর জন্য,নৌকার বৈঠা নিয়ে বাঘকে আক্রমণ করতেই,বাঘ জগদীশকে ছেড়ে পালিয়ে যায়।  জগদীশের ঘাড়-কানের অংশ বাঘের থাবায়,নখের আঁচড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। সেই অবস্থায় জঙ্গলের ওই জায়গা থেকে ৬ ঘণ্টা নৌকা চালিয়ে বাড়িতে নিয়ে আসে তাঁকে। 
advertisement
5/5
তারপর জগদীশকে নিয়ে গোসাবা ব্লক হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজনেরা।এই মুহূর্তে হাসপাতালে জগদীশের চিকিৎসা চলছে। তবে জগদীশ এখন অনেকটা বিপদ মুক্ত বলে জানিয়েছে হাসপাতালের পক্ষ থেকে।  প্রতিমাসেই কেউ না কেউ বাঘের আক্রমণে মারা যাচ্ছে , নইলে ভয়ঙ্করভাবে ভাবে আহত হয়ে ফিরছে। তবুও মানুষগুলো মাছ-কাঁকড়া ধরতে জঙ্গলে যাবেই। এটা তাঁদের পেট চালায়৷ Input-  SHANKU SANTRA
বাংলা খবর/ছবি/কলকাতা/
Tiger Attack in Sundarban: ‘পেটের দায়’ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে ডিঙিতে অপেক্ষা, পিছন থেকে লাফিয়ে পড়ল সাক্ষাৎ যম!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল