ঘণ্টাখানেকের মধ্যেই ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Thunderstorms with lightning rainfall within 1 or 2 hours: ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে নামবে তুমুল বৃষ্টি।
advertisement
1/10

*ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে নামবে তুমুল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ব্যতীত সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/10
*চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। তবে তাপমাত্রায় হার মানাবে উত্তরবঙ্গ। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। প্রতীকী ছবি।
advertisement
3/10
*আজ কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
4/10
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা শহরে ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮-৯৪ শতাংশ। প্রতীকী ছবি।
advertisement
5/10
*দক্ষিণবঙ্গে আপাতত কোন সিস্টেম না থাকায় অতি বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রা বেশি থাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি।
advertisement
6/10
*আগামিকাল মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগণা এই ৩ জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
7/10
*আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিনটি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও ক্রমশ বাড়বে। প্রতীকী ছবি।
advertisement
8/10
*উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বেশি থাকবে। প্রতীকী ছবি।
advertisement
9/10
*তবে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। প্রতীকী ছবি।
advertisement
10/10
*উত্তরবঙ্গে সাধারণত তাপমাত্রা কম থাকে তাই দিনের বেলায় এই তাপমাত্রা বাড়লে এবং জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া হবে আগামী কয়েক দিন। প্রতীকী ছবি।