Theft : আর্ট গ্যালারি থেকে চুরি যাওয়া মূল্যবান মূর্তি উদ্ধার, সিসিটিভি ফুটেজ দেখেই ধরা পড়ল চোর
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Theft: ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকেই চিহ্নিত। তারপর অভিযান চালিয়ে উদ্ধার মূল্যবান ভাস্কর্য। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও।
advertisement
1/4

ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকেই চিহ্নিত। তারপর অভিযান চালিয়ে উদ্ধার মূল‍্যবান ভাস্কর্য। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও।
advertisement
2/4
মে মাসের ২৫ তারিখ রাধা গোবিন্দ সরণির একটি আর্ট গ‍্যালারিতে চুরির ঘটনা ঘটে। প্রায় দু লক্ষ টাকার বেশি মূল্যের বেশ কিছু ভাস্কর্য মূর্তি চুরি যায়। গলফ গ্রিন থানায় আর্ট গ‍্যালারির তরফে লিখিত অভিযোগ করা হয়। তদন্ত শুরু করে থানা।
advertisement
3/4
অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর করে তদন্তে নেমে পুলিশ সাহায‍্য নেয় সিসিটিভির ফুটেজের। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় অভিযুক্তকে।
advertisement
4/4
গ্রেফতার করা হয় সুরজিত মণ্ডল নামে অভিযুক্তকে। তাকে জেরা করে অভিযান চলে ক্যানিং ও মন্দিরবাজার এলাকায়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ভাস্কর্যগুলির কয়েকটি।