'সাউথ ইস্টারলি'তে হু হু করে ঢুকবে জলীয় বাষ্প! শীত নিয়ে 'বড় দুঃসংবাদ' হাওয়া অফিসের, জানুন আগামী সপ্তাহের আবহাওয়া
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather News: শীত এবার ক'দিনের? এই তো এল, আবার কি চলে যাবে? কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
advertisement
1/8

শীতের আমেজে এসে পড়ল উইকএন্ড। অনেকেরই আশঙ্কা, শীত এবার ক'দিনের? এই তো এল, আবার কি চলে যাবে? কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া? সেই আপডেটই জেনে নিতে পারবেন এই প্রতিবেদনে। বাংলার উত্তর থেকে দক্ষিণ, আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
advertisement
2/8
রবি ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস। সোমবার হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উত্তর এলাকায়।
advertisement
3/8
শনিবার ও রবিবার কুয়াশার সম্ভাবনা। কুয়াশা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই চার জেলায়।
advertisement
4/8
দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা শনিবার। শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
advertisement
5/8
রবিবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। সাউথ ইস্টারলি, বা দক্ষিণপূর্ব বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। আংশিক মেঘলা আকাশে রাতের তাপমাত্রা বাড়বে।
advertisement
6/8
কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রবিবার থেকে হাওয়া বদল। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে উষ্ণতা। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
advertisement
7/8
শনিবার সকালে খুব হালকা কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হওয়ার প্রভাব।
advertisement
8/8
কলকাতাশনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।