মুগ্ধ করল তথাগতের ‘ Flights Of Fairy ’
Last Updated:
কমার্শিয়াল কাজের ফাঁকেই নিজের প্রদর্শনীর জন্য সময় বের করতে ভোলেননি তথাগত ৷
advertisement
1/6

মনে ইচ্ছে আর কিছু করে দেখানোর জেদ থাকলে হয়তো সব কিছুই সম্ভব ৷ আসলে কঠিন কাজও সহজ হতে পারে যদি লক্ষ্য থাকে স্থির ৷ আর সাফল্য তো রাতারাতি আসে না ৷ সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হল ধৈর্য্য ৷ আর এই সব বিষয়গুলো অনেক কম বয়স থেকেই ঠিক ঠিকভাবে ফলো করে আসছেন কলকাতার তরুণ ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ ৷ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে বেঙ্গালুরু পাড়ি দিয়েও মনের ইচ্ছে এবং প্যাশনটাকে জলাঞ্জলি দেননি তিনি ৷ নিজের শহরের পরিচিত গণ্ডী টপকে অনেক দূরে গিয়েও ফটোগ্রাফিটা ঠিকঠাকই চালিয়ে গিয়েছেন তিনি ৷ কলকাতায় ফেরার পর গত তিন বছর ধরেই চুটিয়ে ফটোগ্রাফির কাজ করছেন ৷ কিন্তু কমার্শিয়াল কাজের ফাঁকেই নিজের প্রদর্শনীর জন্য সময় বের করতে ভোলেননি তথাগত ৷ Report- Siddhartha Sarkar
advertisement
2/6
তিন দিন ধরে চলা এই ছবির প্রদর্শনী দেখতে এসেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার রঘু রাইও ৷ এবছর কলকাতার প্রায় ৩০ জন মডেল, ৭ জন স্টাইলিস্ট এবং ১০ জন মেক-আপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টকে নিয়ে কাজ করেছেন তথাগত ৷ ফ্যাশন ফটোগ্রাফির সমস্ত দিকগুলোকেই নিজের প্রজেক্টে তুলে ধরতে চেয়েছেন তিনি ৷ প্রদর্শনীর নামও তাই যুৎসই রেখেছেন তথাগত- ‘ ফ্লাইটস অফ ফেয়ারি ’
advertisement
3/6
প্রদর্শনী এতটা সাফল্য পাওয়ার ক্ষেত্রে নিজের গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছেন তথাগত ৷ কারণ তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই নিজের নিজের কাজে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ৷ এবং তথাগতর এই ড্রিম প্রজেক্টকে বাস্তাবায়িত করতে তাঁদের প্রত্যেকের ভূমিকাই অপরিসীম ৷
advertisement
4/6
প্রদর্শনীতে মডেল শারন্যা মুখোপাধ্যায় ও সৌরসেনী মৈত্রের সঙ্গে মেক-আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার ৷
advertisement
5/6
তিন দিন ধরে চলা এই ফটোগ্রাফির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা মণীশ গুপ্তও ৷
advertisement
6/6
শূন্য থেকেই যখন কেরিয়ার শুরু করতে হবে, তখন বেঙ্গালুরু ছেড়ে নিজের শহর কলকাতাকেই বেছে নিয়েছিলেন তথাগত ৷ এই শহর আবার ক্রিয়েটিভ মানুষদের ‘হাব’ ৷ তাই এখানে সাফল্য পাওয়ার বিষয়টা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল তথাগতের কাছে ৷ কিন্তু চাকরি ছেড়ে নিজের প্যাশনকেই শেষপর্যন্ত বেছে নিয়েছেন তিনি ৷ এর জন্য পরিবারের সমর্থনও চিরকালই পেয়েছেন তথাগত ৷ স্টুডিও ছাড়াও এরাজ্যের বিভিন্ন রিমোট লোকেশনে গিয়েও শ্যুট করেছেন তথাগত ও তাঁর টিম ৷ কিন্তু সমস্ত কাজই এগিয়েছে পরিকল্পনামাফিক ৷ শ্যুট করতে গিয়ে সমস্যা হয়তো কিছু হয়েছে ৷ কিন্তু শেষপর্যন্ত দেড় বছরের পরিশ্রম বিফলে যায়নি তথাগতের ৷