আজও বন্ধ তারাতলা ফ্লাইওভার...! আজ কতক্ষণ বন্ধ থাকবে উড়ালপুল? কাজের দিনে হা-পিত্যেশ অফিসমুখী নিত্যযাত্রীরা!
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Taratala Flyover: আজ, মঙ্গলবারও মাঝরাত পর্যন্ত বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। শনিবার বিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ তারাতলা ফ্লাইওভার। শনি, রবিবার ছুটির দিন থাকায় ট্রাফিক সমস্যা সেভাবে বোঝা যায়নি।
advertisement
1/5

আজ, মঙ্গলবারও মাঝরাত পর্যন্ত বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। শনিবার বিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ তারাতলা ফ্লাইওভার। শনি, রবিবার ছুটির দিন থাকায় ট্রাফিক সমস্যা সেভাবে বোঝা যায়নি।
advertisement
2/5
কিন্তু সোমবার প্রথম কাজের দিনেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। যানজটে নাকাল হন যাত্রীরা। মঙ্গলবারে সকাল থেকে ট্রাফিক পুলিশ রাস্তায় নেমে পড়ায় যানজট তুলনামূলকভাবে কমেছে। তবে রাস্তায় কার্যত বিপাকে অফিসমুখী যাত্রীরা।
advertisement
3/5
শনিবার নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। (১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর)ফ্লাইওভারের লোড টেস্ট-সহ স্বাস্থ্য পরীক্ষা হবে। এই কারণেই এই সিদ্ধান্ত।
advertisement
4/5
ফ্লাইওভার বন্ধ থাকার কারণে। উত্তরমুখী গাড়ি চলাচলের জন্য করুণাময়ী ব্রিজ অথবা বীরেন রায় রোড ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
advertisement
5/5
অন্যদিকে, দক্ষিণমুখী যান চলাচলের জন্য হাইড রোড দুর্গাপুর ব্রিজ অথবা নলিনী রঞ্জন অ্যাভিনিউ ব্যবহার করার পরামর্শ কলকাতা পুলিশের।