TRENDING:

Tangra Case Update: প্রথমে স্ত্রী-বৌদির হাতের শিরা ও গলা কাটে প্রসূন, নৃশংস মৃত্যু পরপর! ট্যাংরা কাণ্ডে ভয়ঙ্কর স্বীকারোক্তি

Last Updated:
Tangra Case Update: পুলিশ সূত্রে খবর, প্রসূণ দে-র বিস্ফোরক স্বীকারোক্তি, আগে স্ত্রী রোমির হাতের শিরা ও গলায় কাটা হয় এবং পরে বৌদি সুদেষ্ণার হাতের শিরা কাটা হয়।
advertisement
1/6
স্ত্রীয়ের পর বৌদি, হাতের শিরা-গলা কাটে প্রসূন, নৃশংস মৃত্যু সব! ট্যাংরাকাণ্ডে ভয়ঙ্কর তথ্য
ট্যাংরার পরিবারের দুই মহিলা ও এক নাবালিকাকে খুনের পিছনে দুই ভাইয়ের হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত ছিল তদন্তকারীরা। এবার সেই তথ্যেই কার্যত সিলমোহর। স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার করলেন দে পরিবারের ছোট ছেলে প্রসূণ দে।
advertisement
2/6
পুলিশ সূত্রে খবর, প্রসূণ দে-র বিস্ফোরক স্বীকারোক্তি, আগে স্ত্রী রোমির হাতের শিরা ও গলায় কাটা হয় এবং পরে বৌদি সুদেষ্ণার হাতের শিরা কাটা হয়।
advertisement
3/6
রোমি প্রথমে নিজে বাঁ হাতে কাটার চেষ্টা করে ব‍্যর্থ হয়। তারপর প্রসূণ কেটে দেয়।
advertisement
4/6
কাটার সময় রোমি ও সুদেষ্ণার মুখে বালিশ চাপা দেওয়া হয় যাতে আওয়াজ না বেরোতে পারে।
advertisement
5/6
প্রতিরোধ করা চেষ্টা করেছিলেন রোমি। ডান দিকের তল পেটে, দুই ঠোঁটে, ডান দিকের কাঁধে কালশিটে দাগ পাওয়া গিয়েছে। যাতে মনে হচ্ছে প্রতিরোধ করেছিলেন তাঁরা।
advertisement
6/6
প্রণয় তিন তলায় ছিলেন। নাবালকও তিন তলায় ছিলেন সেই সময়। এরপর নাবালককে নিচে দোতলায় আনা হয়, তারও হাতের শিরা কাটা হয়। নাবালক দাবি করেছে হাতের শিরা কাটার সময় অনুভূতি হয়নি। তিন জনের ভিসেরা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Tangra Case Update: প্রথমে স্ত্রী-বৌদির হাতের শিরা ও গলা কাটে প্রসূন, নৃশংস মৃত্যু পরপর! ট্যাংরা কাণ্ডে ভয়ঙ্কর স্বীকারোক্তি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল