TRENDING:

Swasthya Sathi: শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী নিয়েও বিরাট ঘোষণা! কী কী নতুন বিষয় যোগ হল?

Last Updated:
Swasthya Sathi: ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে সরকার।
advertisement
1/6
শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী নিয়েও বিরাট ঘোষণা!কী কী নতুন বিষয় যোগ হল
কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে একাধিক নয়া প্রকল্পেরও ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থেও এই বাজেটে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য।
advertisement
2/6
ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের অধীনে চিকিৎসার ক্ষেত্রে একাধিক সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ। তবে এই প্রকল্পটির অধীনে এবার থেকে উপকৃত হবেন রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরাও।
advertisement
3/6
বৃহস্পতিবার ২০২৪ সালের বাজেটে এই নতুন সুবিধা প্রদানের ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে এবার সরকারের এই প্রকল্পটির অধীনে পরিষেবা পেতে চলেছেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরাও। সরকারের এই পদক্ষেপটি ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের অনেকটাই সুবিধা প্রদান করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কী জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে?
advertisement
4/6
অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন।
advertisement
5/6
বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, যাঁরা অন্য় রাজ্যে কাজ করতে যান তাঁদের জন্য স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। তিনি বলেন, এত আর্থিক প্রতিকূলতার মধ্য়েও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এগোতে হয়। বলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
advertisement
6/6
অনেকের মতে রাজ্য বাজেটে এটি নিঃসন্দেহে বড় ঘোষণা। কারণ বছরের পর বছর ধরে হাজার হাজার শ্রমিক বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যান। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মারাত্মক সমস্য়ায় পড়ে যান তাঁরা। কারণ অসুস্থ অবস্থায় বাংলায় ফিরে আসাটা সমস্যার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Swasthya Sathi: শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্বাস্থ্যসাথী নিয়েও বিরাট ঘোষণা! কী কী নতুন বিষয় যোগ হল?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল