Swapan Dasgupta: জলে ভেজা, কাদা মাখা... বাকিদের পেছনে ফেলে 'নবান্ন অভিযানে' প্রথম সারিতেই থাকলেন স্বপন দাশগুপ্ত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Swapan Dasgupta: পরনের হালকা গেরুয়া পাঞ্জাবিতে কাদামাখা। চোখ-মুখ বিধ্বস্ত। বৃষ্টি আর জলকামানের জলে ভিজে একসা চেহারা। বিজেপির নবান্ন অভিযানের পুরোভাগে আজ নজর কাড়লেন স্বপন দাশগুপ্ত।
advertisement
1/6

নবান্ন অভিযানে মঙ্গলবার নবান্নের দিকে পৌঁছতে শুরু থেকেই সচেষ্ট ছিল গেরুয়া শিবির। অন্যদিকে প্রশাসনও কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে মিছিল। লাগানো হয়েছে ব্যারিকেড। জলকামান থেকে কাঁদানে গ্যাস ছুঁড়ে থামানো হয়েছে ইটবৃষ্টি। লক্ষ্য একটাই, নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল।
advertisement
2/6
বিজেপির নবান্ন অভিযানের পুরোভাগে আজ নজর কাড়লেন স্বপন দাশগুপ্ত। হলেন জখম। পরনের হালকা গেরুয়া পাঞ্জাবিতে কাদামাখা। চোখ-মুখ বিধ্বস্ত। বৃষ্টি আর জলকামানের জলে ভিজে একসা চেহারা।
advertisement
3/6
প্রসঙ্গত, রাজ্য বিজেপির অন্দরে দলীয় কোন্দল নিয়ে কিছুদিন আগেই মুখ খোলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, রাজ্য বিজেপির ৩ নেতা ৩ ট্র্যাকে দৌড়চ্ছেন। বুঝতে বাকি থাকে না যে, ৩ নেতা বলতে নাম না করে তিনি রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ইঙ্গিত করেন তিনি।
advertisement
4/6
একটি সংবাদমাধ্যমে স্বপন দাশগুপ্ত বলেন, "বিজেপি পশ্চিমবঙ্গে নতুন দল। সেইজন্য যদিও নিয়ম-বিধিনিষেধের ক্ষেত্রে বেশকিছু শিথিলতা এখানে রয়েছে। কিন্তু এখানে নেতারা নিজেরা নিজেদের মতো যাচ্ছে। এই ভাবমূর্তি তৈরি হওয়া একটা সমস্যা। লক্ষ্যপূরণ করতে হলে এই সমস্যা কাটিয়ে সবাইকে একজোট হয়ে এক লক্ষ্যে দৌড়নোটাই উচিত। সেটাই লক্ষ্য হওয়া দরকার।
advertisement
5/6
এই পরিস্থিতিতে এদিনের মিছিলের পুরোভাগে দেখা যায় ডঃ স্বপন দাশগুপ্তকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে হাওড়া ব্রিজের কাছে জখম হন সদ্য রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়া প্রবীণ বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।
advertisement
6/6
নবান্ন অভিযানে মঙ্গলবার নবান্নের দিকে পৌঁছতে শুরু থেকেই সচেষ্ট ছিল গেরুয়া শিবির। অন্যদিকে প্রশাসনও কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে মিছিল। লাগানো হয়েছে ব্যারিকেড। জলকামান থেকে কাঁদানে গ্যাস ছুঁড়ে থামানো হয়েছে ইটবৃষ্টি। লক্ষ্য একটাই, নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল।