Suvendu Adhikari: দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসা! প্রশ্ন শুনেই শুভেন্দু অধিকারী যা বললেন, হতবাক সকলে! কী ইঙ্গিত দিলেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Suvendu Adhikari: দিলীপ ঘোষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্নের মুখে পড়তে হল।
advertisement
1/7

নয়াদিল্লি: শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণের পরে বহু দিন পরে বিজেপির সল্টলেকের অফিসে পা রেখেছিলেন দিলীপ ঘোষ৷ অবশেষে দেখা গিয়েছিল ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি৷ এর মাঝেই ফের চর্চায় দিলীপ৷
advertisement
2/7
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আবারও সর্বসমক্ষে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷ নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের সঙ্গে সাক্ষাতের পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ বলেন, ‘‘সমস্যাটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন৷’’
advertisement
3/7
তাঁকে প্রশ্ন করা হয়, ‘‘আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পরে দল অস্বস্তিতে পড়েছিল?’’ উত্তরে দিলীপ বলেন, ‘‘আমি তো সবার প্রশংসা করি৷ দেখেছেন আমায় কখনও বিনা কারণে কারও বিরুদ্ধে কোনও কথা বলতে? কারও সাথে আমার শত্রুতা নেই, প্রশংসা করব না কেন?..প্রশংসা করিনি, আমি বলেছি যে, যারা এত বড় বড় কথা বলছে তাদের নামেও তো কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা, তার নামে কেস নেই৷ যার নামে কেস নেই, তার সঙ্গে বসলে আমি খারাপ হয়ে যাব?’’ এরপরেই দিলীপ জানান, দিঘায় মমতার সঙ্গে দেখা করায় দলের কর্মীরা অস্বস্তিতে ছিলেন না, ‘কয়েকজন’ অস্বস্তিতে ছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন ‘গুরুত্ব’ দিয়েছেন ভেবে তাঁরা ‘কষ্ট’ পেয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ৷
advertisement
4/7
এবার দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না।''
advertisement
5/7
দিঘার নব নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষের হাজিরা নিয়ে জলঘোলা চলেছিল অনেকদিন। বিজেপি পড়েছিল আতান্তরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন। তা নিয়ে আগেই নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন দিলীপ।
advertisement
6/7
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বলেছিলেন, ''আমি যখন বিধায়ক ছিলাম সব পার্টির বিধায়কদের সঙ্গে কথা বলতাম। তৃণমূলের গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকার ভাগ নিয়েছে। তৃণমূলের সব সুবিধা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে বড় হয়েছেন। ২০২১ সালের বিজেপি। কারও কারও পেট ব্যথা হচ্ছে।''
advertisement
7/7
আগামী বছর বিধানসভার ভোট। বাংলাদেশ, ওয়াকফ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি হিন্দুত্বের মেরুকরণের পথেই হাঁটছে। যদিও দায়িত্ব পেয়েই বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সব ধর্মের মানুষকে নিয়েই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। শমীক দায়িত্বে আসতেই ফের আসরে নেমেছেন দিলীপ ঘোষ। এমনকী নাম না করে তির্যক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীকে নিয়েও। এবার শুভেন্দুকে দিলীপ নিয়ে প্রশ্ন করা হলে তা কার্যত এড়িয়েই গেলেন বিষয়টি।