ডেলয়েট থেকে দিল্লি , সুপারমুনে মুগ্ধ গোটা বিশ্ব !
Last Updated:
এরকম সুপারমুন আবার দেখা যাবে ২৫ নভেম্বর ২০৩৪-এ ৷
advertisement
1/8

‘চাঁদ কেন আসে না আমার ঘরে’.... এই গান হয়তো আজ শেষপর্যন্ত আক্ষরিক অর্থেই সত্যি হল ৷ কারণ পৃথিবীর এত কাছাকাছি সোমবার চাঁদ এসেছে যে দেখে মনে হবে যেন আপনার বাড়ির ছাদের উপরেই আছে সেটি ৷ এই বিশেষ চাঁদের নামও তাই ‘সুপারমুন’ !
advertisement
2/8
‘সুপারমুন’ দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই জোটে। কারণ শুধু পূর্ণিমা হলেই তো হবে না। কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখনই এই সুন্দর চাঁদ দেখা যায় ৷ চাঁদ ও পৃথিবীর এই সবচেয়ে কাছে চলে আসাকে বলা হয় perigee এবং পৃথিবী থেকে যখন সবচেয়ে দূরে চলে যায় চাঁদ, তখন তাকে বলে apogee।
advertisement
3/8
১৯৪৮ সালের পর এত বড় আর এত উজ্জ্বল চাঁদ আর দেখা যায়নি আকাশে। পূর্ণিমার চাঁদ যতটা বড় দেখায়, তার চেয়ে এবার ১৪ শতাংশ বেশি বড় দেখিয়েছে এই সুপারমুনকে।
advertisement
4/8
এদিন চাঁদের সঙ্গে পৃথিবীর দুরত্ব ৩ লক্ষ ৫৬ হাজার ৫১১ কিলোমিটার ৷ যেখানে পৃথিবী ও চাঁদের গড় দুরত্ব থাকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ৷
advertisement
5/8
এর উজ্জ্বলতা সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে ৩০ শতাংশ বেশি। এরকম সুপারমুন আবার দেখা যাবে ২৫ নভেম্বর ২০৩৪-এ ৷
advertisement
6/8
advertisement
7/8
advertisement
8/8