TRENDING:

Mt. Everest Climbers Death: এভারেস্ট ছুঁয়েই নিখোঁজ! ১৭ ঘণ্টা শেষে হিলারি স্টেপের কাছে উদ্ধার শিক্ষক সুব্রতর নিথর দেহ, অসুস্থ সঙ্গী রূম্পা

Last Updated:
Mt. Everest Climbers Death: এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। এদিন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
advertisement
1/5
এভারেস্ট ছুঁয়ে নিখোঁজ! ১৭ ঘণ্টা শেষে হিলারি স্টেপের কাছে উদ্ধার সুব্রতর দেহ, অসুস্থ রূম্পা
*মাউন্ট এভারেস্ট অভিযান থেকে ফেরার পথে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। রানাঘাটের বাসিন্দা পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। স্নোয়ি হোরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি সুব্রত ঘোষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
advertisement
2/5
*প্রসঙ্গত, এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। এদিন এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৭ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
advertisement
3/5
*সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রূম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ, রুম্পা দাস ক্যাম্প ৪-এ রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
advertisement
4/5
*জানা গিয়েছে, সুব্রত ঘোষের দিদিও রয়েছেন এভারেস্ট বেস ক্যাম্পে। সুব্রত ঘোষের দিদি ছিলেন ভাইয়ের সঙ্গী, তবে তিনি বেসক্যাম্পে ছিলেন।
advertisement
5/5
*রানাঘাট তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্টের সদস্য সুব্রত ঘোষ। পেশায় স্কুল শিক্ষক সুব্রত বাগদা, কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mt. Everest Climbers Death: এভারেস্ট ছুঁয়েই নিখোঁজ! ১৭ ঘণ্টা শেষে হিলারি স্টেপের কাছে উদ্ধার শিক্ষক সুব্রতর নিথর দেহ, অসুস্থ সঙ্গী রূম্পা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল